একজন অভিনেতা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শকের প্রিয় অভিনেতা চট্টগ্রামের হালিশহরের সন্তান ইমতু রাতিশ। দর্শক তার অভিনয় ভালোবাসেন, তার অভিনয়ের প্রশংসা করেন, যেন এটাই তার অনেক বড় প্রাপ্তি। ওয়াহিদ উল্যাহ সরকার ও শাহীনা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান ইমতিয়াজ উদ্দিন সরকার মিডিয়াতে ইমতু রাতিশ নামেই পরিচিত। ২৬ ফেব্রুয়ারি জন্ম নেয়া ইমতু মিডিয়াতে প্রথম আলোচনায় আসেন একজন উপস্থাপক হিসেবে। টানা আঠারো বছর তিনি একুশে টিভিতে প্রচারিত ‘সিনে হিটস’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। মাঝখানে দেড় বছরের বিরতি ছিলো, আবারো এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিলো পারভেজ আমিনের ‘টমের চিঠি’, বিপরীতে ছিলেন মোনালিসা। তার প্রথম সিনেমা নারগিস আক্তারের ‘যৈবতী কইন্যার মন’, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্য মামুনের ‘আবার বসন্ত’। শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।