নির্বাচন নিয়ে যা বললেন বেবী নাজনীন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আট বছর পর দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ১০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জনপ্রিয় এ গায়িকা। এদিকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেবী নাজনীন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও। জাতীয় নির্বাচনে এবারো নিশ্চয়ই বিএনপির টিকিটে ভোটের লড়াইয়ে নামবেন? এ প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, ‘জানি না এখনো। দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ তো আর কিছুতে নেই। দলের যে কোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত।’ এ ছাড়া নিজেকে বিএনপির কর্মী দাবি করে বেবী নাজনীন বলেন, ‘আমি বিএনপির কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলি। এটাই আমার কাছে অনেক। বিএনপির দুঃসময়ে যেমন লড়াকু অবস্থায় রাজপথে ছিলাম, সুসময়েও আমাকে পাবেন। আমি কিছু পাওয়ার আশায় দলটিকে সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে, একমাত্র বিএনপিই মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। দল আমার জন্য যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নেব।’ এর আগে দেশে ফিরে বিমানবন্দরে জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন বেবী নাজনীন।