প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা কানিজ খাদিজা তিন্নি। সঙ্গীত জীবনের গর্বিত অধ্যায় হিসেবে তার কাছে বিবেচ্য বিষয় হলো ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশ নেয়া। এই রিয়েলিটি শো’ই মূলত তাকে গানের ভুবনে এগিয়ে চলার জন্য একটি সুন্দর প্লাটফরম তৈরি সৃষ্টি করে দিয়েছে। পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে পথচলার শুরুর দিকে যদিও তাকে সেরাকণ্ঠ’র তিন্নি হিসেবে পরিচিত হতে হতো। কিন্তু বেশ কিছু ভালো ভালো মৌলিক গান প্রকাশ, সেসব গানের জন্য স্বীকৃতি লাভ, অবিরত স্টেজ শো, টিভি শো’তে তার উপস্থিতি, সবমিলিয়ে তিন্নি একজন শ্রোতাপ্রিয় মিষ্টি কণ্ঠের গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যে কারণে এখন আর সেরাকণ্ঠের তিন্নি পরিচয়ে পরিচিত হতে হয় না। আজকের তিন্নি হয়ে উঠার জন্য অবশ্য তাকে অনেক কষ্টও করতে হয়েছে। তার বাবা মা আর ভাই তাকে সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন। তিন্নিকে এবার নির্বাচিত সোনালি দিনের গান পরিবেশন করতে দেখা যাবে এটিএন বাংলার নিয়মিত মিউজিক্যাল শো ‘এটিএন মিউজিক’-এ। যেহেতু ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন। তাই তারই জন্মদিন উপলক্ষে এবারের পর্বটি প্রচার হবে আগামী ১৭ নভেম্বর রাত ১২.২০ মিনিটে। অনুষ্ঠানের শুরুতেই তিন্নি পরম শ্রদ্ধা নিয়ে রুনা লায়লারই একটি গান পরিবেশন করবেন। গানটি হলো ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ‘মানসী’ সিনেমাতে চিত্রনায়িকা নূতনের লিপে রুনা লায়লার গাওয়া এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর সঙ্গীত করেছেন আনোয়ার পারভেজ।