ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আসিফ ইকবালের গীতিকবিতায় মডেল : আইশা খান

আসিফ ইকবালের গীতিকবিতায় মডেল : আইশা খান

আসিফ ইকবালের লেখা গীতিকবিতা নিয়ে নতুন একটি গান তৈরি করেছেন সুরকার অমিত চ্যাটার্জি। ‘যতদিন থেকে তুমি নেই’ শিরোনামের সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঈশিকা মুখার্জি ও ইউসুফ আহমেদ খান। সুরের পাশাপাশি সংগীতায়োজনও করেছেন অমিত চ্যাটার্জি। আর এ গানের সূত্র ধরেই ভিডিওতে মডেল হয়েছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী আইশা খান। গানটি প্রকাশ করছে গানচিল মিউজিক। আইশা খান অভিনয়ের পাশাপাশি উপস্থাপক ও মডেল হিসেবেও দর্শক মনোযোগ কেড়েছেন। সেই সুবাদে আসিফ ইকবালের গীতিকবিতা থেকে তৈরি গানের দৃশ্যায়নে তাকে মডেল হিসেবে নির্বাচন করে আয়োজকরা জানিয়েছেন। আইশার কথায়, ভিন্ন ধাঁচের কোনো কাজের প্রয়াসেই ‘যতদিন থেকে তুমি নেই’ গানের মডেল হওয়া।

এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে গানের মডেল হওয়ার পাশাপাশি আইশা ব্যস্ত সময় পার করছেন সিনেমা ও নাটকের অভিনয় নিয়ে। মুক্তি প্রতীক্ষায় আছে তার অভিনীত প্রথম সিনেমা ‘ভায়াল’। বিপ্লব হায়দার পরিচালিত এ সিনেমায় আইশার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। এ সিনেমার পর আইশা সম্প্রতি শেষ করেছেন প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমায় শুটিং। আইশার কথায়, ‘শেকড়’ অভিনয়ের প্রথম কারণ, এর গল্প ও ফাল্গুনী চরিত্রটি ভালো লেগে যাওয়া। দ্বিতীয় কারণ, এর নির্মাতা প্রসূন রহমানের গল্প উপস্থাপনের ভঙ্গি, যা অনেকের চেয়ে আলাদা। এ নির্মাতার ‘সুতপার ঠিকানা’ সিনেমাটি দারুণভাবে মনে আঁচড় কেটেছিল। তাই এমন একজন নির্মাতার কাছে ভিন্ন ধাঁচের একটি গল্পে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেয়া সহজ ছিল না। তার অভিনীত ‘ভয়াল’ ও ‘শেকড়’ সিনেমা দুটি দর্শক মনোযোগ কাড়বে বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত