ঢাকাই সিনেমা যেন হয়ে উঠেছে উৎসবনির্ভর। সারাবছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঝিমিয়ে পড়লেও কেবল ঈদে তা চাঙা হয়ে ওঠে। এক উৎসবেই মুক্তি পায় অর্ধ-ডজনের মতো সিনেমা। বেশ কয়েক বছর ধরে এমন চর্চায় চলে আসছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে। সেই চর্চার বাইরে গিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি ‘দরদ’। উৎসবের বাইরে ঢাকাই ছবির শীর্ষ নায়কের সিনেমা মুক্তিকে দারুণ উৎসাহ-উদ্দীপনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। যদিও শাকিব খান আগামী ঈদুল ফিতরও বুক করে রেখেছেন। প্রস্তুত করছেন ‘বরবাদ’ সিনেমাটিকে। শাকিব খানের সঙ্গে একই ঈদে আরো বেশ কয়েকটি সিনেমাই মুক্তির ঘোষণা দিয়েছে। তার অন্যতম হচ্ছে আফরান নিশোর ‘মায়া’। অন্যদিকে নায়িকাদের মধ্যে ঈদের সিনেমার প্রস্তুতিতে বরাবরের মতো এগিয়ে থাকছেন চিত্রনায়িকা বুবলী। চলতি বছর ঈদুল আজহায় তার অভিনীত ‘জংলি’ সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় মুক্তি দেয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত ঈদুল আজহায় মুক্তি না দিতে পারলেও আগামী ঈদুল ফিতরে মুক্তির জন্য অপেক্ষায় আছেন জংলি টিম। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এম রাহিম পরিচালিত এ ছবিতে বুবলীর নায়ক হিসেবে রয়েছেন সিয়াম আহমেদ। এরই মধ্যে জানা গেল বুবলী অভিনীত আরো একটি সিনেমা মুক্তি পাবে এই ঈদে। এরই মধ্যে ছবিটির শুটিংও শুরু করেছেন বুবলী। কক্সবাজারের নানা লোকেশনে চলছে এর শুটিং। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটির নাম ‘পিনিক’। এতে বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। গত বৃহস্পতিবার ছবিটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে আগামী ঈদও বিগত বছরের মতো একাধিক ছবি নিয়েই হাজির হবেন এ নায়িকা। বুবলী বলেন, ‘জংলি তো গত ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। এখন ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে কিনা অফিসিয়ালি সেটা এখনো জানানো হয়নি। এরই মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। শুটিংও শুরু করেছি; এটাও ঈদে মুক্তি পাবে।’