রুনা লায়লা’র চিঠি কেনো আসে না’ এবার লিলিনের কণ্ঠে

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা ফজলে আহমেদ বেনজীর পরিচালিত প্রয়াত নায়িকা দিতি ও কলকাতার নায়ক প্রসেনজিৎ অভিনীত ‘প্রিয় শত্রু’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলম খানের সুর সঙ্গীতে ‘চিঠি কেনো আসে না আর দেরি সহে না’ গানটি গেয়েছিলেন। সিনেমাটি মুক্তির সময় গানটি শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। গানটির মূল ভার্সন ‘অনুপম মুভি সংস’ চ্যানেলে প্রকাশিত আছে। ২০২১ সালে ইউটিউবে প্রকাশিত গানটি এখন পর্যন্ত এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তবে ইউটিউবের যুগ আসার আগেই এই গান বহু জনপ্রিয় এক গানে পরিণত হয়েছে। এবার এই জনপ্রিয় গানটি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিলিন মুন নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিথিল রহমান। এরই মধ্যে গানটি নিয়ে অনুপম’র এর কর্ণধার মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখাও করেছেন লিলিন মুন। আনোয়ার হোসেন বলেন, ‘অনেকেই পুরোনো জনপ্রিয় গান কাভার করতে চায়। কেউ কেউ কাভার করে আমার কাছে নিয়ে আসেন। যদি সবমিলিয়ে আমার ভালোলাগে আমি তা প্রকাশ করি। লিলিন শ্রদ্ধেয় রুনা আপার যে গানটি কাভার করেছে আমার কাছে সবমিলিয়ে ভালোলেগেছে। যে কারণে অনুপম’র সবগুলো চ্যানেলের মধ্যে সবচেয়ে স্মার্ট যে চ্যানেলটি অর্থাৎ অনুপম মিউজিক-এ গানটি আমি প্রকাশ করবো। লিলিনের জন্য শুভ কামনা রইলো।’ লিলিন মুন বলেন, ‘আমার সঙ্গীত জীবনের পরম শ্রদ্ধার, ভালোবাসার আর অনুপ্রেরণার নাম শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। কখনো ভাবিনি তার গান এভাবে কাভার করতে পারবো।

যেহেতু ক’দিন আগেই তার জন্মদিন ছিল। তাই অনেকটাই সাহস করে চিঠি কোনো আসেনা গানটি গাইবার সাহস করলাম। কারণ এই গানটি ছোটবেলা থেকেই আমার ভীষণ প্রিয়। জানি না কেমন গেয়েছি। শ্রোতা দর্শকের কেমন লাগবে সেটা নিয়ে খুব বেশি ভাবনায় না থাকলেও শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের যদি একটু হলেও ভালোলেগে থাকে তাতেই আমি ধন্য হবো, মনে করবো এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আনোয়ার ভাইকে তার চ্যানেলে আমার গানটি প্রকাশের সুযোগ করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ রাফাত ভাই ও শিথিলকে সঙ্গে থেকে সাহস দেবার জন্য।’ অনুপম’র কর্ণধার মো. আনোয়ার হোসেন জানান, লিলিনের কণ্ঠে রুনা লায়লার কাভার করা এই গানটি আজ সন্ধ্যায় প্রকাশ পাবে।

২০২৫-এ বুবলী’র লাকি সেভেন, শুভ জন্মদিন

অভি মঈনুদ্দীন : শবনম বুবলী, বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম শীর্ষ নায়িকা। বুবলী, সিনেমাতে কাজ করেন বেশ নীরবে নিভৃতে। সিনেমার শুটিং চলাকালীন সময়টাতে নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত না থেকে তিনি মগ্ন চিত্তে কাজটাই করে যেতে চান। যে কারণে তিনি কখন কোন সিনেমা করছেন তার খুউব বেশি খবরাখবরও মিলে না। তবে সিনেমা মুক্তির আগে আবার তিনি সরব হয়ে উঠেন সিনেমারই স্বার্থে। প্রচারণায় মনোযোগী হয়ে দর্শকের কাছে পৌঁছে দেন সেই সিনেমার খবর। মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমায় দর্শক যেমন অনবদ্য এক বুবলীকে পেয়েছে বারবার। এরই মধ্যে প্রায় শেষ হয়ে যাওয়া সাতটি সিনেমাতেও দর্শক নতুন বুবলীকে পাবেন, এমনটাই প্রত্যাশা প্রত্যেক পরিচালকের। চলতি বছর প্রায় শেষ। এই বছর আর বুবলী অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পাবেনা। তবে আগামী ২০২৫ সালে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে সাতটি সিনেমা মুক্তি পাবে নিশ্চিত। কারণ এরই মধ্যে সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘ফুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। সাতটি সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। ভীষণ প্রতাশ্যা বুবলীর এই সিনেমাগুলো নিয়ে। এদিকে আজ বুবলীর জন্মদিন। বরাবরের মতোই জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই তার। সাতটি সিনেমা ও জন্মদিন প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রত্যেকটি সিনেমারই গল্প এক কথায় অনবদ্য। প্রত্যেকটিতে আমার চরিত্রে আমি এতো ভেরিয়েশন পেয়েছি যে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যেমন দেবাশীষ দা’র সিনেমাটি কমেডি ঘরানার।