ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০২৫-এ বুবলী’র লাকি সেভেন

২০২৫-এ বুবলী’র লাকি সেভেন

শবনম বুবলী, বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম শীর্ষ নায়িকা। বুবলী, সিনেমাতে কাজ করেন বেশ নীরবে নিভৃতে। সিনেমার শুটিং চলাকালীন সময়টাতে নিজের প্রচারনা নিয়ে ব্যস্ত না থেকে তিনি মগ্ন চিত্তে কাজটাই করে যেতে চান। যে কারণে তিনি কখন কোন সিনেমা করছেন তার খুউব বেশি খবরাখবরও মিলেনা। তবে সিনেমা মুক্তির আগে আবার তিনি সরব হয়ে উঠেন সিনেমারই স্বার্থে। প্রচারণায় মনোযোগী হয়ে দর্শকের কাছে পৌঁছে দেন সেই সিনেমার খবর। মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমায় দর্শক যেমন অনবদ্য এক বুবলীকে পেয়েছে বারবার। এরই মধ্যে প্রায় শেষ হয়ে যাওয়া সাতটি সিনেমাতেও দর্শক নতুন বুবলী’কে পাবেন, এমনটাই প্রত্যাশা প্রত্যেক পরিচালকের। চলতি বছর প্রায় শেষ। এই বছর আর বুবলী অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। তবে আগামী ২০২৫ সালে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে সাতটি সিনেমা মুক্তি পাবে নিশ্চিত। কারণ এরই মধ্যে সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘ফুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত