আলোচনায় শামীমা, তন্ময় ও প্রকৃতি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

চলতি বছরের মে মাসে ইউটিউবে প্রকাশিত হয় ‘বেক্কল বউ’ শিরোনামের নাটক। নাটকটি প্রকাশের পরই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। নাটকটির গল্প রচনা ও চিত্রনাট্য আদিবাসী মিজানের। পরিচালনাও আদিবাসী মিজানের। এরপর ‘বেক্কল বউ’ সিরিজের যতোগুলো নাটক প্রকাশিত হয়েছে সবগুলো নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। আর এই ‘বেক্কল বউ’ সিরিজের নাটক দিয়েই প্রথমবার আদিবাসী মিজানের পরিচালনায় কাজ করার সুযোগ পেলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। তন্ময় সোহেলের বিপরীতে প্রতিটি নাটকে ছিলেন দর্শকপ্রিয় আরেক অভিনেত্রী মানসী প্রকৃতি।

সিরিজগুলোতে আরো আছেন গুণী অভিনেত্রী শামীমা নাজনীন। এরইমধ্যে ‘বেক্কল বউ ২’, ‘বেক্কল বউ ৩’ ইউটিউবে প্রকাশিত হবার পর সবগুলো পর্বই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী সোমবার ‘বেক্কল বউ ৪’ প্রকাশ পাবে। এরইমধ্যে আদিবাসী মিজানের পরিচালনায় গেলো ১৩ দিন সিলেট ও শ্রীমঙ্গলের নানান লোকেশনে তারা তিনজন আরো নয়টি নাটকে অভিনয় করেছেন। যা দ্রুতই দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানালেন তন্ময় সোহেল। তন্ময় সোহেল বলেন, ‘সত্যি বলতে কী আদিবাসী মিজান ভাইয়ের গল্পে কাজ করব, এটা কখনো ভাবিনি আমি, তবে তার রচনায় পরিচালনায় কাজ করার সুযোগ হলো- মানসী প্রকৃতির কল্যাণেই। বেক্কল বউ নাটকের প্রতিটি পর্বে আমাদের তিনজনের যে ক্যামেস্ট্রি, তা ছিল খুবই চমৎকার।

নাটকগুলো অন এয়ারে যাবার পর যখন অভূতপূর্ব সাড়া পেতে শুরু করলাম, তখন আমাদের নিয়ে মিজান ভাই আরো কাজ করার প্রবল আগ্রহ পেলেন। তিনজন শিল্পী নিয়ে দর্শক টেনে রাখা অনেক কঠিন একটি বিষয়। গল্প যখন দুর্দান্ত হয় তখন তা দর্শক উপভোগ করেন। আদিবাসী মিজান ভাই গল্পের মধ্যদিয়ে দর্শককে যা দেখাতে চেয়েছেন দর্শক তা প্রাণভরে উপভোগ করেছেন। আমি কৃতজ্ঞ মিজান ভাইয়ের কাছে আমাকে তার গল্পে, তার নির্দেশিত নাটকে একের পর এক কাজ করার সুযোগ করে দেবার জন্য। আর দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।