গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়েছিলো ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’তে প্রতিযোগিতার মধ্যদিয়ে। আর এখন গানের ভুবনে নিজেকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি এখন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল বিষয়ে পড়াশুনা করছেন। যে কারণে বছরের বেশিরভাগ সময় তাকে সেখানেই থাকতে হয়। ছুটির সময়টাতে নিজের গ্রামের বাড়ি রংপুরে কিছুটা সময় কাটান, বাকীটা সময় ঢাকাতে কাটান। ঢাকায় এসে নতুন নতুন গান রেকর্ডিং-এর পাশাপাশি গানগুলোর মিউজিক ভিডিওর কাজেও তার ব্যস্ত সময় কেটে যায়। কিছুদিন আগেই শ্রাবণী ঢাকায় এসেছিলেন। ঢাকায় এসে বেশ কয়েকটি নতুন গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করেছেন। এরইমধ্যে তার সঙ্গীত জীবনের এখন পর্যন্ত গাওয়া সেরা গানটিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানটির নাম ‘বেঈমান’। গানটির কথা এমন ‘মন ভাঙ্গারই অপরাধে মানুষ হয় বেঈমান, চোখের সামনে বন্ধরে তুই জ্বলন্ত প্রমাণ’। গানটি লিখেছেন ফিরোজ খান, সুর সঙ্গীত করেছেন অনিম খান। গানটির মিউজি ভিডিও নির্মাণের ডিওপি হিসেবে ছিলেন মাসুম খান। গানটি প্রসঙ্গে শ্রাবণী সায়ন্তনী বলেন,‘ এখন পর্যন্ত আমি বহু মৌলিক গানে কন্ঠ দিয়েছি। এরমধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া পেয়েছি তোকেই শুধু চাই গানটির জন্য। বিশেষত এই গানটি এটিএন বাংলায় পাঁচফোড়ন অনুষ্ঠানে প্রচারের পর তার পরবর্তীতে ফেসবুকে পেজ এবং ইউটিউবে প্রকাশের পর আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। কিন্তু এরইমধ্যে বেঈমান গানট্ওি ইউটিউবে প্রকাশ পায়। গানটির প্রথম দুটি লাইন যেন বুকের গভীরে গিয়ে প্রবেশ করে। জীবনের সাথে সম্পৃক্ত এতো বাস্তবধর্মী কথার গান আমি খুউব কমই পেয়েছি। গানটির সুরও হৃদয় ছুঁয়ে যাবারই মতো। এই গানটি প্রকাশের পরও আমি এক অদ্ভূত রকমের সাড়া পাচ্ছি। কিছু গান শিল্পীর জীবনে দাগ কেটে যায়, শিল্পীর জীবনের সাথে ভীষণভাবে মিশে যায়। বেঈমান গানটিও ঠিক তেমনি একটি গান। ধন্যবাদ ফিরোজ ভাই, অনিম ভাই এবং গানটির প্রযোজক হাসনাত মিলন ভাইকে। তাদের সবার চেষ্টায় এবং সহযোগিতায় আমার জীবনে এই গান যেন আশীর্বাদই হয়ে এলো। ধন্যবাদ শ্রোতা দর্শককে আমার এই গানটি পছন্দ করার জন্য এবং তাদের প্রতিক্রিয়ার জন্য।’ এরইমধ্যে শ্রাবণীর আরো একটি নতুন গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘মনের গভীরে’। গানটি লিখেছেন তরুণ সিং, সুর করেছেন নোলক বাবু। মিউজিক করেছেন এসডি সাগর। গেলো ১৭ নভেম্বর বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে শ্রাবণী রুনা লায়লার গাওয়া ‘আমার মন বলে তুমি আসবে’ গানটি কাভার করে প্রশংসিত হন।