অভিনয়ে ডাক্তার সাবরিনা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আজ থেকে পনেরো বছর আগে শখের বশে বাংলাদেশের জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন ডাক্তার সাবরিনা। এরপর পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময়ে কেটেছিলো বিধায় অভিনয় করার ইচ্ছে থাকলেও আর করা হয়ে উঠেনি। দীর্ঘ পনেরো বছর পর ডাক্তার সাবরিনা আবারো অভিনয় করলেন। নাটকের নাম ‘অভিমানে তুমি’। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। ডাক্তার সাবিরনা বলেন, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। যে কাজই করি না কেন আমি শতভাগ মনোযোগ দিয়ে করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন। তবে এটা সত্যি আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সত্যি বলতে কী অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। আর আমার যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল। তাই অনেক দেরিতে হলেও আবারো চ্যালেঞ্জিং এই জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা। নাটকে আমার চরিত্রের নাম লিলি। আশা করছি লিলিতে মুগ্ধ হবেন দর্শক।’ সাবরিনা জানান শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। সাবরিনার পুরো নাম ডা. সাবরিনা হুসের মিষ্টি। তার বাবা সৈয়দ মুশাররফ হুসেন একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। মা কিশুয়ার জেসমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকুরি করছেন। সাবরিনার শৈশবের বড় একটি অংশ কেটেছে নেদারল্যা-সে। তিনি ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে বিসিএস (স্বাস্থ্য) পাসের মাধ্যমে শুরু করেন চাকুরি জীবন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাবে বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে পড়াশুনা করছেন।