সঙ্গে গাইলেন এসডি রুবেল ও অনুপমা মুক্তি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
এসডি রুবেলকে শ্রোতা দর্শক একজন গায়ক হিসেবেই বেশি চিনেন জানেন। একজন গায়ক হিসেবে ক্যারিয়ারের শুরুতে তিনি যখন তুমুল জনপ্রিয় সেই সময়ই তাকে সিনেমাতে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন অনেক খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক। কিন্তু গানের প্রতিই তার ভালোবাসা ছিল বিধায় সেই সময়টাতে গানেই ফোকাস রেখেছিলেন তিনি। তবে একটা সময় এসে তিনি মনতাজুর রহমান আকবরের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের বিপরীতে ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এসডি রুবেল। পরবর্তীতে তিনি নিজেও একটি সিনেমা পরিচালনা করেন। সিনেমার নাম ‘বৃদ্ধাশ্রম’। এতে তিনি অভিনয়ও করেছিলেন। সিনেমাটি দর্শকের ভীষণ প্রশংসা কুঁড়িয়েছিল। ২০২৩-২০২৪ সরকারি অনুদানে তিনি আবারো নির্মাণ করতে যাচ্ছেন তার নিজের লেখা কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় ‘নীল আকাশে পাখি উড়ে’ নামের আরেকটি চলচ্চিত্র। এরই মধ্যে এই সিনেমায় এসডি রুবেল ও অনুপমা মুক্তি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘একদিন তুই অনেক বড় হবি’। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন এসডি রুবেল নিজেই। এরই মধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। এসডি রুবেল বলেন, ‘অনুপমা মুক্তির সঙ্গে এর আগে একটি স্টেজ শোতে একসঙ্গে গান গেয়েছিলাম। কিন্তু এবারই প্রথম তার সঙ্গে কোনো মৌলিক গান গাওয়া হলো। ভীষণ মিষ্টি একটি কণ্ঠ। বিশেষত আমি বলবো চলচ্চিত্রে প্লে-ব্যাকের জন্য পারফেক্ট একটি ভয়েজ। এক কথাপয় দারুণ গেয়েছেন তিনি। আমিসহ আমাদের পুরো টিম ভীষণ খুশী। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’ অনুপমা মুক্তি বলেন, ‘অনেকদিন পর কোনো সিনেমায় প্লে-ব্যাক করলাম। গানের বাণী ও গানের সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আমাকে এই সিনেমায় প্লে-ব্যাকের সাথে সম্পৃক্ত রাখার সিনেমার পরিচালক’সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।