ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নিলয় ও বৃষ্টির ‘মরতে মরতে বেঁচে গেলাম’

নিলয় ও বৃষ্টির ‘মরতে মরতে বেঁচে গেলাম’

বাংলাদেশের নাট্যাঙ্গনের গুণী দুই নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও রুবেল হাসানের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই প্রজন্মের আরেক তরুণ মেধাবী নাট্যনির্মাতা মিতুল খান। পরবর্তীতে নিজেই পরিচালক হিসেবে নাম লেখান। মিতুল খান পরিচালিত বেশকিছু নাটক রয়েছে যা দর্শকের কাছে সমাদৃত হয়েছে। মিতুল খান এর আগে প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা নিলয় আলমগীর ও প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘প্রেম সমাচার’ নামক একটি নাটক নির্মাণ করেছিলেন। এবার তাদের নিয়ে মিতুল খান ‘মরতে মরতে বেঁচে গেলাম’ শিরোনামের আরো একটি নাটক নির্মাণ করেছেন। এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল। গল্প, চিত্রনাট্য পরিচালক মিতুল খানের। নাটকে নিলয় অভিনয় করেছেন আলিফ চরিত্রে ও তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন রিয়া চরিত্রে। এরই মধ্যে নাটকটি গেলো ২৩ নভেম্বর ইউটিউবে প্রকাশের পর ২০ লাখেরও বেশি ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। নাটকটির ভিন্ন ধরনের গল্প এবং বিশেষত নিলয়, বৃষ্টি ও চিত্রলেখা গুহ’র অনবদ্য অভিনয়ের কারণে নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘মিতুলের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। মিতুলের সেন্স অব হিউমার খুউব ভালো। তার নাটকের সংলাপে অতিরিক্ত কোনো সংলাপ বলার সুযোগ থাকে না। তার নিজের নির্দেশনা বিষয়ে ভীষণ আত্নবিশ্বাসী। যে কারণে তার কাজগুলো খুউব ভালো হয়। যেমনটা এই নাটকটি। আর বৃষ্টির সঙ্গেতো আমার প্রতিনিয়তই নানান ধরনের গল্পের নাটকে কাজ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত