ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তারা লাবণ্য, পথচলার এক দশক পেরিয়ে

তারা লাবণ্য, পথচলার এক দশক পেরিয়ে

একজন রুহানী লাবণ্য, অন্যজন ইয়াসমিন লাবণ্য। রুহানী লাবণ্য একজন আর্কিটেক্ট এবং একজন জনপ্রিয় উপস্থাপিকা। অন্যদিকে ইয়াসমিন লাবণ্য একজন নৃত্যশিল্পী, গায়িকা ও উপস্থাপিকা। পেশাগতভাবে দু’জনেরই মিডিয়াতে ২০১৩ সালে এটিএন বাংলায় উপস্থাপনার মধ্যদিয়ে পথচলা শুরু। ২০১৩ সালের শেষপ্রান্তে রিয়েলিটি শো ‘সিটি তারকা নির্বাচন’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে রুহানী লাবণ্য’র পথচলা শুরু। অন্যদিকে ২০১৩ সালেই অন্য একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে মিডিয়াতে উপস্থাপনায় পথচলা শুরু ইয়াসমীন লাবণ্য’র। সম্প্রতি সৌদি আরবের রিয়াদ সিজন ২০২৪-এর উপস্থাপনা করে এসেছেন রুহানী লাবণ্য। সেখানে কয়েক লাখ লোক অনুষ্ঠানটি উপভোগ করেন। এই অনুষ্ঠানে তারই উপস্থাপনায় জেমস সঙ্গীত পরিবেশন করেন। এ যাবতকাল পর্যন্ত রুহানী লাবণ্য’র এটাই সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির অনুষ্ঠান। বর্তমানে রুহানীর উপস্থাপনায় এসএ টিভিতে ‘ফ্রাইডে নাইট’, ‘রূপকথার রাত’, ‘সাইন অন’ এবং আরটিভিতে ‘এক্সপার্ট শেফ স্টুডিও’ নিয়মিত প্রচার হচ্ছে। এরই মধ্যে আরটিভির আয়োজনেই রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ সিজন ১, ২ ও ইয়াং স্টার ইউএস’র উপস্থাপনা করেন তিনি। এ ছাড়াও এর আগে আরো বড় দু’টি রিয়েলিটি শো’র উপস্থাপনা করেন। রুহানী লাবণ্য ও ইয়াসমিন লাবণ্য দু’জনই নাচ করেন তাই সোহাগের ড্যান্স একাডেমিতেই তাদের প্রথম দেখা। তখন থেকেই একে অন্যকে মিতা বলে ডাকতেন।

এনটিভির ‘স্বর্ণালী স্মৃতি’ ও এরপর দেশটিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে রুহানী লাবণ্য’র উপস্থাপনায় ইয়াসমিন লাবণ্য সঙ্গীত পরিবেশন করেন। ইয়াসমিন লাবণ্য ২০১৫ সালে নৃত্যশিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি সিনিয়র নৃত্যশিল্পী। ২০১৫’তে মাছরাঙ্গা টিভিতে গান গাইতে এসে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত শুধু মাছরাঙ্গা টিভিতেই উপস্থাপনা করছেন তিনি। গানেই বেশি ফোকাস দিতে চান বিধায় এই চ্যানেলে বাইরে আর কোনো চ্যানেলে উপস্থাপনায় আগ্রহী ছিলেন না তিনি। ২০১৪ সালে ইয়াসমিন লাবণ্য’র প্রথম মৌলিক গান ‘সোনাজাদু’ প্রকাশিত হয়। এরপর আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ও শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাতে প্লে-ব্যাক করেন তিনি। তার প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ‘চাই না হৃদয় ভেঙ্গে যাক’। এতে তার সহশিল্পী ইউসুফ। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। ইয়াসমিন লাবণ্য প্রসঙ্গে রুহানী লাবণ্য বলেন, ‘ইয়াসমিন লাবণ্য আমার ভীষণ পছন্দের একজন মানুষ। একই সাথে নাচ এবং গান দু’টো সমানতালে করে যাওয়া আমাদের ইণ্ডাষ্ট্রিতে একজনই আছে। সেটা আমার মিতা লাবণ্য। তার গানের কণ্ঠটা ভীষণ মিষ্টি। উপস্থাপনা একটি চ্যানেলে করলেও তাও ভীষণ সাবলীল। নাচেও ভীষণ পারদর্শী। তার জন্য সবসময় শুভ কামনা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত