বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের অন্যতম আলোচিত নাট্যপরিচালক চাঁদপুরের কচুয়ার সন্তান মহিন খান। কচুয়াতেই তার স্কুল ও কলেজ জীবন শেষ করে ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মহিন খান ‘নবনাট’ মঞ্চ দলের সাথে সম্পৃক্ত থেকে তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘ভেলকি’ ও ‘সিরাজউদ্দৌলা’। তবে মহিন জানান ভেলকি’র মঞ্চায়নেই তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছেন। মহিন ২০১৫ সাল থেকে গুনী অভিনেতা ও নির্মাতা শামীম জামানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একটা সময় আকাশ রঞ্জনের সঙ্গেও সহকারী পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ শুরু করেন।