জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, সুরকার সঙ্গীত পরিচালক মুহিন খানের পরম সৌভাগ্য হলো বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও জীবন্ত কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদী খানকে একই অনুষ্ঠানে পাওয়ার। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন যাবত প্রচার হয়ে আসছে ‘স্মৃতিময় গানগুলো’ শিরোনামের একটি সঙ্গীতানুষ্ঠান। এটি মূলত আধুনিক বাংলা গানের বির্বতন নিয়ে প্রচার চলতি একটি নিয়মিত অনুষ্ঠান। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সঙ্গীত পরিচালনায় আছেন শেখ সাদী খান। গ্রন্থনা ও গবেষনায় আছেন মুনশী ওয়াদুদ। অনুষ্ঠানে নিয়মিত আলোচক হিসেবে উপস্থিত থাকেন সৈয়দ আব্দুল হাদী। যথারীতি এই অনুষ্ঠানেই কুমার বিশ্বজিৎ-এর গাওয়া ‘কী নাম বলোনা তোমার’ গানটিই নতুন করে গাওয়ার সুযোগ পেলেন মুহিন খান।
গানটি লিখেছিলেন নজরুল ইসলাম বাবু, সুর সঙ্গীত করেছিলেন শেখ সাদী খানই। দু’দিন আগে বিটিভিতে ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানেই মুহিন খানের এই গানটি গাইলেন মুহিন খান। গান গাওয়া শেষে সৈয়দ আব্দুল হাদী ও শেখ সাদী খানের সঙ্গে একটি ছবিও তোলেন মুহিন খান। মুহিন খান বলেন,‘ আমাদের সঙ্গীতাঙ্গনের গর্ব, জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদার গাওয়া জনপ্রিয় গান কী নাম বলোনা তোমার গানটি নতুন করে আমাকে বিটিভিতে গাইবার সুযোগ করে দেবার জন্য অনুষ্ঠান সংশ্লষ্ট সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গানটির প্রতি আমার অন্যরকম ভালোলাগা রয়েছে।
তবে এই গানটি গাওয়ার সুবাদে আমার পরম সৌভাগ্য হলো শ্রদ্ধেয় হাদী স্যার ও সাদী স্যারের সঙ্গে দেখা হওয়ার এবং তাদের সঙ্গে একই ফ্রেমে একটি ছবি তোলার। সত্যি বলতে কী কতোদিন পরে এমন গর্ব করার মতো একটি মুহুর্তের সাক্ষী হলাম তার হিসেব নেই। দোয়া করি হাদী স্যারকে ও সাদী স্যারকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন। আর শ্রোতা দর্শককের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালো কথার ভালো সুরের গানের সাথে থাকবেন, ভালো গান শোনার চেষ্টা করবেন। কারণ আমাদের দেশটা গানে সমৃদ্ধ একটা দেশ। আমরা গানে গানে বিশ্বকে আরো জানিয়ে দিতে চাই বাংলাদেশের গান এখনো দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের আনাচে কানাচে প্রিয় হয়ে উঠে।’
মুহিনের গাওয়া গানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। মুহিনের কন্ঠে সর্বশেষ আলোচিত মৌলিক গান ছিলো ‘যতনে’। এতে তার সহশিল্পী ছিলেন লিজা। গানটি লিখেছেন হাবিব সিরাজী রাব্বু। সুর করেছিলেন সুজন আরিফ।