ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘জোনাকির আলো নেই’তে আলভী-তিশা

এই নাটকের গল্পটা প্রেমের কিন্তু সাথে পরিবারের সম্পৃক্ততা আছে। অলিক ভাই ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছেন...
‘জোনাকির আলো নেই’তে আলভী-তিশা

বাংলাদেশের চলচ্চিত্রের ও নাটকের গুণী নির্মাতা এসএ হক অলিক এবার তার নিজ এলাকা জামালপুরের মনোরম লোকেশনে একটি খণ্ড নাটক নির্মাণের কাজ শেষ করেছেন। নাটকের নাম ‘জোনাকির আলো নেই’। নাটকটির মূল গল্প মিজানুর রহমান মিলন। নাট্যরূপ ও পরিচালনা করেছেন এসএ হক অলিক। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন প্রজন্মের দর্শকপ্রিয় আলোচিত দুই অভিনয়শিল্পী জাহের আলভী ও তাসনুভা তিশা। নাটকে জোনাকি চরিত্রে অভিনয় করেছেন তিশা ও সুমন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। নাটকটি প্রসঙ্গে এসএ হক অলিক বলেন, ‘এটি মূলত একটি প্রেমের নাটক। সাদামাটা গল্প। কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। জাহের আলভী ও তিশাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। দর্শককে দুজনের চরিত্রকে যেভাবে দেখাতে চেয়েছি দু’জনই ঠিক তেমনই অভিনয় করেছেন। ভীষণ মনোযোগ দিয়েই তারা কাজটি করেছেন। দু’জনের চরিত্রে অভিন্নতা এবং একটু অন্যরকম অভিনয় দর্শকের ভালোলাগবে বলেই আমার প্রত্যাশা। আর অনেকেরই মনে হতে পারে যে জোনাকির তো আলো আছে, কিন্তু নাটকের নাম জোনাকির আলো নেই কেন? এই প্রশ্নের উত্তর জানতেই নাটকটি দেখতে হবে।’ জাহের আলভী বলেন, ‘এই নাটকের গল্পটা প্রেমের কিন্তু সাথে পরিবারের সম্পৃক্ততা আছে। অলিক ভাই ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। আমার কাছে গল্পটা এবং অলিক ভাইয়ের নির্দেশনা ভীষণ ভালোলেগেছে। আর আমার সহশিল্পী তিশার সঙ্গে এর আগেও অভিনয় করেছি।

তিশা সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা সামনে একসঙ্গে বেশকিছু কাজ করবো।’ তাসনুভা তিশা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনা এক কথায় দুর্দান্ত, চমৎকার, ভীষণ গুছানো। ছোটবেলায় যখন থেকেই তার নাটক বা সিনেমা দেখি তখন থেকেই তার নামটির সাথে বেশ পরিচিত। তো যেহেতু তিনি একজন সিনিয়র পরিচারলক। তাই বুঝে উঠতে পারছিলাম না কাজটা কেমন হবে, কীভাবে কী করবো আমি, আলভী। কিন্তু অলিক ভাই আমাদের সেই কম্পোর্ট জোনটা দিয়েছেন মন দিয়ে কাজটা করার জন্য। সেই সাথে তার বিনয় যেমন মুগ্ধ করেছে, সেইসাথে প্রতিটি দৃশ্যের আগে অভিনয় শিখিয়ে দেবার বিষয়টা আরো অভিভূত করেছে।’ এসএ হক অলিক জানান নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, ম আ সালাম, শওকত শোভন প্রমুখ। এদিকে জাহের আলভী এরই মধ্যে সঞ্জিত সরকারের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এটি তার বর্তমান সময়ের একমাত্র ধারাবাহিক। এরই মধ্যে তাসনুভা তিশা অভিনীত তিনটি নতুন নাটক গেলো বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত