ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দর্শকের প্রিয় হয়ে উঠেছেন খায়রুল বাসার

দর্শকের প্রিয় হয়ে উঠেছেন খায়রুল বাসার

একেবারেই ন্যাচারাল অ্যাক্টিং, চরিত্রানুযায়ী স্ক্রিনে সাবলীল উপস্থিতি এবং চমৎকার বাচনভঙ্গির জন্য খুউব অল্প সময়েই ময়মনসিংহের ছেলে এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা খায়রুল বাসার দর্শকের মন জয় করে নিয়েছেন। সারা বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে তিনি ঠিকই অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। যা সহজ কোনো বিষয় নয়। খায়রুল বাসারকে নিয়ে যারা নাটক প্রযোজনা ও নির্মাণ করতে চান, তারাও জানেন যে গল্প এবং চরিত্রটা ভালো হওয়া ভীষণ জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা এই মেধাবী অভিনেতা নিজেই শুরু থেকে গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই। যে কারণে সাম্প্রতিক সময়ে একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া রুবেল হাসানের ‘দূরদেশ’, জুবায়ের ইবনে বকরের ‘খুনসুটি’, মারুফ হোসেন সজীবের ‘আমি এখানেই থাকবো, ওমর ফারুকের ‘চোখ যে মায়ের কথা বলে’ নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই নাটকগুলোর প্রত্যেকটি চরিত্রেই খায়রুল বাসার অনবদ্য অভিনয় করেছেন। খায়রুল বাসার জানান এরই মধ্যে তিনি বেশ কয়েকজন পরিচালকের কাজ করেছেন, বেশ কয়েকজন পরিচালকের কাজ করবেন। যে কাজগুলো আগামী ঈদে কিংবা আগামী ভালোবাসা দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে। সেসব পরিচালকরা হচ্ছেন সাগর জাহান, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, আশিকুর রহমান, সাইফুল খান, সাজ্জাদ হোসাইন বাপ্পী, রাফাত মজুমদার রিংকু, পথিক সাধন, মুরসালিন শুভসহ আরো বেশ কয়েকজন পরিচালক। কারো কারো পরিচালনায় আবার তিনি দু’টি নাটকেও কাজ করবেন।

খায়রুল বাসার এরই মধ্যে ব্র্যাক’র একটি জনসচেতনতা মূলক তথ্যচিত্রেও কাজওকরেছেন। বারো পর্বের এই তথ্যচিত্রটিতে তারসঙ্গে আরো আছেন মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল। এদিকে আজ খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় আজ তিনি শুটিং রাখেননি। আবার আগামীকাল থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিং-এ থাকবেন খায়রুল বাসার। দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে উঠা, অভিনয়ে মগ্ন থাকা এবং জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘অভিনয় করতে ভীষণ ভালোলাগে আমার। অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি আসলেও মনে কোনো ক্লান্তি আসেনা। অ্যাকশান বলার সাথে সাথেই শরীরের সেই ক্লান্তিও তৎক্ষনাৎই সরে যায়। দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন, তারা আমার অভিনীত নাটকগুলো যে মনোযোগ দিয়ে দেখেন সেটা আমি উপলদ্বি করতে পারি। যে কারণে আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। আর আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। কারণ প্রত্যেক শিল্পীরই নিজস্বতা আছে। আর জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাবো, মায়ের হাতের রান্না করা মজার মজার খাবার খাবো। সবার দোয়া চাই।’ খায়রুল বাসারের বেস্ট ফ্রে- রিয়াসাত, মাহফুজ ও রাব্বি। তিনি ময়মনসিংহের মুকুল নিকেতন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত