ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তন্ময় সোহেল

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তন্ময় সোহেল

নাট্যাঙ্গনের এই সময়ের আলোচিত একজন অভিনেতা তন্ময় সোহেল। বিশেষত ‘বেক্কল বউ’ সিরিজ নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। তন্ময় সোহেলের ভাষ্যমতে এই নাটকে অভিনয় তার অভিনয় জীবনের বাঁক বদলে দিয়েছে। তাকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় আসেন ইকসান রনি পরিচালিত, আদিবাসী মিজানের রচনায় ও চিত্রনাট্যে ‘বেক্কল বউ’ নাটকে তার অভিনয় দিয়ে। পরবর্তীতে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘বেক্কল বউ ২’, ‘বেক্কল বউ ৩’ ও সর্বশেষ গেলো ৪ ডিসেম্বর ‘গোল্লাছুট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বেক্কল বউ ৪’-এ অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন তন্ময় সোহেল। প্রতিদিনই ‘বেক্কল বউ ৪’ নাটকের ভিউ বাড়ছে লাখ লাখ। তবে এরইমধ্যে তন্ময় জানান, তিনি একটি সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমার নাম ‘জোছনা করেছে আঁড়ি’। এটি নির্মাণ করছেন ইয়াসির আরাফাত জুয়েল। এই সিনেমায় তিনি দু’টি চরিত্রে অভিনয় করেছেন। একটি পজিটিভ চরিত্র, আরেকটি নেগেটিভ। অর্থাৎ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনিই অভিনয় করেছেন। এরইমধ্যে শুটিং প্রায় শেষ। আর তিন-চারদিন শুটিং করলেই তন্ময়ের এই সিনেমাতে কাজ করা শেষ হবে। এদিকে তন্ময় নিয়মিত নাটকে অভিনয় করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত