ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘৮৪০’ মুক্তির দিনক্ষণ জানালেন ফারুকী

‘৮৪০’ মুক্তির দিনক্ষণ জানালেন ফারুকী

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ মুক্তির দিনক্ষণ জানালেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। ২০০৭ সালে রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ‘৪২০’ টিভি সিরিজ নির্মাণ করেছিলেন ফারুকী। সেই সিরিজটিই দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন নামে নতুন ধাঁচে পর্দায় নিয়ে আসছেন এ নির্মাতা। এরই মধ্যে নতুন সিরিজ অর্থাৎ ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেইলার রিলিজ হয়েছে। যা প্রকাশের পরই শোরগোল তৈরি হয়েছে দর্শকমহলে।

এরপর দর্শকদের প্রশ্ন উঠে, কবে, কখন এবং কোথায় দেখতে পাওয়া যাবে ‘৮৪০’? সেই প্রশ্নের উত্তরেরই জানান দিলেন ফারুকী। ভক্তদের লম্বা সময় অপেক্ষা করতে হবে না। গত রোববার সন্ধ্যায় ‘৮৪০’- এর অফিশিয়াল পোস্টার মুক্তি দিয়েছেন নির্মাতা। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছাবে সিরিজটি। ‘৮৪০’ সিরিজটিতে সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে কাঁপিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশাসহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। খুব শিগগিরই প্রেক্ষাগৃহ, ওটিটি এমনকি টেলিভিশনেও দেখা যাবে ফারুকীর ‘৮৪০’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত