তাকে বলা হয় টেলিভিশন নাটকের বরপুত্র। ভক্তরা নাম দিয়েছেন ছোট পর্দার ‘কিং অফ রোমান্স’ হিসেবে। নিজের উপাধির মতো করেই নাটকে নিজের আধিপত্য দীর্ঘ সময় ধরে বজায় রেখে চলেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার আগে ও পরে অনেকের আবির্ভাব ঘটলেও জায়গা ধরে রাখতে পারেননি বেশির ভাগই।
কিন্তু প্রায় দুই দশক ধরে নিজেকে অভিনেতা হিসেবে ভেঙে চুরে কেবল এগিয়ে গেছেন অপূর্ব। নিজের অভিনয়, পরিশ্রম, অধ্যবসায়, কমিটমেন্ট- দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বছরের শেষে এসে ফের দর্শকরা উপভোগ করলেন অপূর্ব ম্যাজিক। সম্প্রতি প্রকাশ হয়েছে তার অভিনীত নাটক ‘মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড’। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। আর অপূর্ব’র বিপরীতে অভিনয় করেছেন তটিনী। এর গল্পে দেখা যায়, ক্ষণে ক্ষণে সব ভুলে যান অপূর্ব। একটা বিষয় মনে করতে করতে আরেকটা বিষয় ভুলে যান তিনি। এটা অবশ্য তার বাবার থেকে পাওয়া। বাবা-ছেলের এই ভুলে যাওয়া নিয়ে বিপাকে পড়তে হয় মাকে। একটা সময় অপূর্ব’র তটিনীর সঙ্গে দেখা হলেও ঘটতে থাকে একই রকম ঘটনা।
নাটকে কমেডি দৃশ্যগুলোতে দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়েছেন অপূর্ব। এর আগেও কমেডি নাটকে কাজ করেছেন তিনি, তবে এবার যেন আগের কাজগুলোকে ছাড়িয়ে গেলেন তিনি। নির্মাতাও সুনিপুণভাবে নাটকে তুলে ধরেছেন অপূর্বকে। ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টে প্রকাশ হয়ে নাটকটি অপূর্ব’র ম্যাজিকে এরই মধ্যে ইউটিউবে দুই মিলিয়ন ভিউয়ের ঘর অতিক্রম করেছে। দর্শক প্রশংসায়ও ভাসছে নাটকটি।
ইউটিউব কমেন্ট বক্সে একজন লিখেছেন, এ নাটকে কোনো অশ্লীলতা নেই, অথচ কি সুন্দর নাটক। মানুষ কতো পছন্দ করছেন! আরেকজন লিখেছেন, অপূর্ব মানেই সেরা। ভারত থেকে এক দর্শক লিখেছেন, মন ভালো করে দেয়া নাটক। অপূর্ব’র আরো বেশি নাটক দেখতে চাই। আরেকজন লিখেছেন, অপূর্ব ভাইয়ের নাটক অপূর্বই লেগেছে।