ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আজ শেষ ‘বদমাইশ পোলাপান’

আজ শেষ ‘বদমাইশ পোলাপান’

এই প্রজন্মের গুণী ও মেধাবী নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্’ পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’-এর শেষ পর্ব আজ সন্ধ্যা ৭টায় প্রচার হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। দীর্ঘ চার বছরের এই জার্নি শেষ হয়ে যাচ্ছে বিধায় পরিচালকসহ পুরো ইউনিটেরই মনটা ভীষণ খারাপ। কারণ বিশেষত তরুণ দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠা এই ধারাবাহিকের আরো পর্ব নিয়ে প্রত্যাশা ছিল। দর্শক ভেবেছিলেন যে এই ধারাবাহিকটি চলতেই থাকবে। কিন্তু শেষতক আজই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে বিধায় ‘বদমাইশ পোলাপান’র সবার যেমন মন খারাপ ঠিক তেমনি দর্শকরেও মন খারাপ। এই নাটকটির গল্প ভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। নাটকটিতে অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিমা ও প্রত্যয়। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন। পরিচালক বান্নাহ্’র উদ্যোগে এরই মধ্যে নাটকের শিল্পী কলাকুশলী বৃন্দদের নিয়ে একটি রিইউনিয়নও অনুষ্ঠিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে পরিচালক বান্নাহ্’র হাত ধরেই আমাদের নাট্যাঙ্গনে বেশকিছু নতুন শিল্পীর অভিষেক হয়েছে। এই ধারাবাহিকের মধ্যদিয়েও অনেকের নাট্যাঙ্গনে অভিষেক হয়েছে। নাটকটি প্রসঙ্গে বান্নাহ্ বলেন, ‘মন খারাপ হচ্ছে ভীষণ এটা আসলে বলে বুঝানোর মতো নয়। কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে। কারণ যারা এতে কাজ করেছেন সবাই মন দিয়ে কাজটি করেছেন, অনেক শ্রম দিয়েছেন। আমি তাদের মাঝে মাঝে শাসন করেছি, কাউকে কাউকে বকাও দিয়েছি। তারা যেমন মনে কষ্ট না রাখেন। আর আমার এই নাটকের মূলত দর্শক ছিল স্কুল কলেজের বাচ্চারা। একদিন তারা স্কুল কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে, চাকরি করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতি চারণ করতে গিয়ে আমার এই নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালোলাগার। আমি মনেকরি এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক। যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে। আমার ভীষণ ভালোলাগে যখন স্কুল কলেজের রি-ইউনিয়নে বিশেষত -আমার এ ক্লান্ত বিকেল-গানটি বেজে উঠে। মনের ভেতর কী যে প্রশান্তি বয়ে যায় তা বুঝানোর মতো নয়। আমি আমার পুরো ইউনিটের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ অভিনেত্রী মাহিমা বলেন, ‘মনটা ভীষণ খারাপ। বদমাইশ পোলাপান’র দিনগুলো শেষে হয়েই যাচ্ছে। আমার অভিনয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেব বদমাইশ পোলাপান। বদমাইশ পোলাপান আমার পরিবারের মতোই ছিল।’ প্রত্যয় বলেন, ‘কষ্ট হচ্ছে সত্যি। বদমাইশ পোলাপান নিয়ে আর কখনো সামনে আসা হবে না। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা, আপনাদের কাছে আজীবন ঋণী থাকবো।’ নাটকটি ‘পিকক সিরিজ’ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত