আজ ১১ ডিসেম্বর লেখক, গায়ক, মডেল ইমরুল হক ইমন আকাশের জন্মদিন! ইমন আকাশ’র জন্মদিন উপলক্ষে আলোকিত বাংলাদেশ’র পক্ষ হতে তার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে এই আয়োজন : ইমন আকাশ গান করেন মূলত শখের বশে। দেশ বরেণ্য গীতিকার মিল্টন খন্দকার তার গানের অনুপ্রেরণা। ২০১৩ সালে তার লেখা প্রথম অডিও গান ‘আমায় তুমি নাওনা কাছে’। যে গানে কণ্ঠ দেন রিমন। তারই সূত্র ধরে ২০২২ সালে ভালোবাসা দিবসে ইমনের গাওয়া প্রথম গান রিলিজ হয় ‘হবো নাতো অন্য কারো’। এটি ডুয়েট গান। এ গানে তার সহশিল্পী ছিলেন মুগ্ধ। অতঃপর ২০২২ সালের ৯ মার্চ রিলিজ হয় তার ‘নিশি রাইতে পুকুর ঘাটে আইও’। এটি তার প্রথম একক গান।
এই গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস। ২০২৩ সালের ভালোবাসা দিবসে রিলিজ হয় ইমনের দ্বিতীয় একক গান ‘তোকে ছুঁই’। গানটির গীতিকারও ইমন। এ ছাড়া ২০২৩ সালে ‘রঙিলা’ শিরোনামে একটি মৌলিক ডুয়েট গান করেন। সহশিল্পী ছিলেন চৈতি খান। গত সেপ্টেম্বর মাসে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘দিন বদল অনুষ্ঠানে প্রচারিত হয় কাভার সং ‘আমার নায়ে পার হইতে লাগে ১৬ আনা’। এতে কণ্ঠ দেন ইমন এবং রূপা সাহা।