সংগীতশিল্পী তারেক তুর্য আসছেন নতুন গান নিয়ে। আর এই গানের ভিডিওতে তুর্যর সঙ্গে মডেল হয়েছেন মডেল অভিনেত্রী জেবা জান্নাত। গানের শিরোনাম ‘সাইয়া’। গানটি লিখেছেন ও সুর করেছেন ইমতিয়াজ মজুমদার বিবেক। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন রাজ বিশ্বাস সংকর। কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ। আগামী ১৯ ডিসেম্বর তারেক তুর্যর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিওটি উন্মুক্ত করা হবে। এ সম্পর্কে তারেক তুর্য বলেন, ‘নতুন গানটি নিয়ে অনেক আশা ও উত্তেজনা কাজ করছে। চেষ্টা করেছি কিছু ভিন্ন এবং বিশেষ উপস্থাপনা করার, যা শ্রোতাণ্ডদর্শকদের মন ছুঁয়ে যাবে। এটি মূলত একটি ডান্সভিত্তিক গান। আশা করছি, সবাই পছন্দ করবেন।’