ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নিজেই নিজের জন্য আদর্শ উদাহরণ হতে চাই

মার্জান সুমি
নিজেই নিজের জন্য আদর্শ উদাহরণ হতে চাই

তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল, উপস্থাপক ও অভিনেত্রী মার্জান সুমি। বর্তমানে কাজ করছেন সমানতালে। শুরুতে ব্যস্ততা নিয়ে বলেন, বর্তমানে কিছুটা ব্যস্ত সময় কাটছে স্টেজ শো করে। যদিও বছরের শেষে যে পরিমাণ ব্যস্ত থাকবার কথা ছিল তেমনটা নেই। ছোট বেলায় একজন নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় মেয়ের অনেক ধরনের ইচ্ছা থাকে। আমার ও ব্যাতিক্রম ছিলো না। নানান ধরনের ইচ্ছায় শোবিজে কাজ করবো এমন ইচ্ছা একেবারে ছিল না বললেই চলে। তারপরও অনেকটা হঠাৎ করেই শোবিজে পদার্পণ। মিডিয়ার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট শব্দ টা জীবন এর সাথে জরিত। শুধু মিডিয়া না। সব ধরনের কর্মক্ষেত্রে থাকে। রাস্তায় ইট ভাঙ্গতে গেলে সেইখানেও সিন্ডিকেট খেয়াল করা যাবে। তাই এইটাকে এতো গুরুত্ব দেয়া উচিৎ না। সিন্ডিকেটে কাজ করার সুযোগ পাওয়া যেতেই পারে কিন্তু টিকে থাকা শুধুই কাজের উপর নির্ভর করে। মিডিয়াতে কাকে আদর্শ মনে করেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়াতে আদর্শ ভাবার মতোন নাম অনেকগুলো। তবে কারো মতোন হতে চাওয়ার ব্যাপার টা আমার নেই। আমি নিজেই নিজের জন্য আদর্শ উদাহরণ হতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত