সুস্মিতা সেন, বরাবরই ভক্তমনে তিনি ঝড় তুলে এসেছেন। বোল্ড, স্মার্ট, স্টাইল আইক্যুন সুন্দরী লক্ষ লক্ষ পুরুষের মনে বাস করেন। তবে তিনি নিজের জীবনে কাউকে জায়গা করে দেয়ার ক্ষেত্রে বেশ আশা হত। সদ্য এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় সুস্মিতা সেনকে। কখনো ললিত মোদী, কখনো আবার রহমান শল, নানা পুরুষের সঙ্গে তার নাম জড়িয়ে পড়তেই বর্তমানে তিনি একাই। সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার জীবনে কোনো পুরুষ নেই। বেশ কিছুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু’বছর হয়ে গেল আমি একা, ২০২১ সাল থেকে আমি কোনো সম্পর্কে নেই।’ তবে তা নিয়ে খুব একটা আক্ষেপ করতে দেখা যায় না তাকে। বরং নিজের চারিপাশে থাকা কাছের মানুষদের নিয়ে গর্ব করে তিনি বললেন, ‘আমার জীবনে কিছু চমৎকার মানুষ আছেন যারা আমার বন্ধু। তারা সবাই অপেক্ষায় থাকেন, কখন আমি ওদের ফোন করে বলব, দেখ, আমি গাড়ি বের করছি, পিছনের সিটে এসে বস। আমরা গোয়ায় যাব।’