দেশের মেকআপ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি সেলিনা মানির
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আন্তর্জাতিক মেকআপ ইন্ডাস্ট্রির প্রখ্যাত নাম সেলিনা মানির গতকাল ঢাকার রিজেন্সি হোটেলে তার নতুন উদ্যোগ সম্পর্কে বিশদ জানাতে সাংবাদিকদের সঙ্গে একটি বিশেষ সম্মেলন করেছেন। ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে সেলিনা এরই মধ্যে লন্ডনে তার নিজস্ব মেকআপ ব্র্যান্ড সফলভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার সেই ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশের মেকআপ প্রেমীদের জন্য উপলভ্য করতে তিনি এক নতুন পদক্ষেপ নিচ্ছেন। সেলিনা মানির, যিনি মেকআপ আর্ট ও এডুকেশনে বিশ্বব্যাপী প্রশংসিত, তার ব্র্যান্ডের মাধ্যমে সৌন্দর্য শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য রাখছেন। সেলিনা মানির তার ব্র্যান্ডকে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বাংলাদেশের মেকআপ শিল্পকে উন্নত করার জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সেলিনা বলেন ‘১০ বছর ধরে আমি মেকআপ শিল্পে কাজ করছি, এবং আমি অত্যন্ত আনন্দিত আমার ব্র্যান্ড বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসতে পেরে। এটি শুধু একটি প্রোডাক্টের গল্প নয়, এটি আমাদের দেশের সৌন্দর্য শিল্পের জন্য একটি বড় পদক্ষেপ।’ ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্য হলো প্রোডাক্টগুলো লন্ডনে তৈরি এবং বিশ্বমানের; বিভিন্ন স্কিন টোন এবং স্কিন টাইপের জন্য উপযুক্ত; লন্ডনের পর এবার বাংলাদেশে পাওয়া যাবে। সেলিনা মানির আরো ঘোষণা দেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু পণ্যের লঞ্চেই সীমাবদ্ধ নয়। তিনি একটি পূর্ণাঙ্গ মেকআপ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, যেখানে তরুণ-তরুণীরা মেকআপের দক্ষতা অর্জন করতে পারবে এবং নিজের পেশাগত জীবনে সফল হতে পারবে।