নিলয়-মাহির ‘বিয়ে করব সিলেট’

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও নন্দিত অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত বেশকিছু নাটক দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন পরিচালকের নির্মিত নাটকে তাদের দুজনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এর আগে পরিচালক মহিন খানের নির্দেশনায় ‘বিয়ে করবো সিলেট’-এ নাটকে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সমাদৃত হয়েছেন নিলয় মাহি। সেই ধারাবাহিকতায় এবার তারা দুজন মহিন খানের পরিচালনায় মালয়েশিয়ায় আরো একটি নাটকের শুটিং করছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ গতকাল ও তার আগের দিন মালয়েশিয়ার মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। মহিন খান বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে যে সুজানার প্রেমের টানে সিরাজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায়। সেখানে গিয়েই বিভিন্ন নাটকীয় মুহূর্তের মুখোমুখি হয় সুজানা ও সিরাজ। নাটকে দুজনই দারুণ অভিনয় করেছেন।’ নিলয় আলমগীর বলেন, ‘মহিন একজন মেধাবী পরিচালক। মহিন জানে মহিন কী চায়। পরিচালকের এই বোধটা থাকাট ভীষণ জরুরি। মহিনের তা আছে বলেই তার কাজ অনেক ভালো হয়। আর মহিন দর্শকের ভালোলাগা মন্দ লাগা বেশ ভালো বুঝতে পারে। যে কারণে তার গল্প নির্বাচন কিংবা তার নিজের রচিত গল্পের সাথে দর্শকও নিজেদের রিলেট করতে পারেন। সবচেয়ে বড় কথা মহিন ভীষণ পরিশ্রমী একজন পরিচালক। তার প্রতিটি কাজে এতো বেশি শ্রম দেয়, সাথে আমরাও তাকে সর্বাত্বক সহযোগিতা করি, যে কারণে তার কাজগুলো বেশ পরিপাটি গুছানো হয়।