ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বছরের প্রথম সিনেমা এলিনা শাম্মীর

নতুন বছরের প্রথম সিনেমা এলিনা শাম্মীর

২০২৩ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিল আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এই সিনেমায় নন্দিত অভিনেত্রী এলিনা শাম্মী দেশের খ্যাতনামা খল অভিনেতা শিবা সানুর স্ত্রীর চরিত্রে অর্থাৎ শাকিব খানের ভাবীর চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন শাম্মী। আবার কিছুদিন আগে অনন্য মামুন পরিচালিত মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমাতেও একজন ইনভেস্টিগেসন অফিসারের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। কিছুদিন আগে থেকেই শাম্মী সিনেমাতে অভিনয়েই বেশি মগ্ন। যে কারণে একটা সময়ের এই নাট্যকার এবং টিভি অভিনেত্রী এখন সিনেমা ছাড়া আপাতত আর কোনোকিছু নিয়ে নিজেকে ব্যস্ত করতে চাচ্ছেন না। এদিকে এরই মধ্যে শাম্মী জানালেন ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা তারই অভিনীত সিনেমা। অর্থাৎ ২০২৫ সালের ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। এই সিনেমার গল্পই এগিয়েছে রানু নামের এক মেয়ের সুখ দুঃখ ভালোলাগা মন্দলাগা নিয়ে। অর্থাৎ রানুর সংগ্রামী জীবনের গল্প নিয়েই এগিয়ে যায় ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প। এই সিনেমার মুক্তির মধ্যদিয়েই ২০২৫-এ আবারো শুভ সূচনা হচ্ছে এলিনা শাম্মীর। এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালোলাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটাই আমার অভিনীত সিনেমা। এটা আসলে কীভাবে কী হয়েগেলো আমার জানা নেই। তবে নিঃসন্দেহে এটা আমার অনেক ভালোলাগার বিষয়। কারণ বছরের প্রথম সিনেমা আমার অভিনীত সিনেমা। মধ্যবিত্ত-সিনেমাটির গল্প মূলত আমার চরিত্রটিকে (রানু) ঘিরেই। আমি সর্বাত্বক চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। পরিচালকও অনেক কষ্ট করেছেন। সবাই মিলে আসলে মধ্যবিত্তকে দর্শকের মনের মতো, ভালোলাগার মতো একটি সিনেমা করারই চেষ্টা করেছি। আমি আশাবাদী মধ্যবিত্ত নিয়ে। কারণ এই সিনেমা আমাদের যাপিত জীবনেরই গল্প। যে কারণে আমার মনে হয় সবারই সিনেমাটি হলে গিয়ে উপভোগ করা উচিত।’

এদিকে এলিনা শাম্মী এরই মধ্যে শেষ করেছেন অপূর্ব রানার ‘জলরং’, সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ সিনেমার কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত