বছর শেষে প্লে-ব্যাকে বছরের শুরুতে লন্ডনে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বেলী আফরোজ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। তার বাবা কলকাতার মেদেনীপুরের। তার মায়ের বাড়ি চট্টগ্রামে। বেলী আফরোজের জন্ম চট্টগ্রামে। বিশেষত আধুনিক ও ফোক ঘরানার গানে তিনি অনবদ্য। স্টেজ শোতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেন বেলী আফরোজ, এমনটাই সবাই বলেন। যে কারণে দেশে বিদেশে সারা বছরজুড়ে স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় ২০২৪-এর শেষপ্রান্তে অর্থাৎ ৩১ ডিসেম্বর রাতে রাওয়া ক্লাবে বেলী আফরোজ সঙ্গীত পরিবেশন করবেন। আবার আগামী বছরের শুরুতে। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারির শুরুতে তিনি লন্ডনে যাচ্ছেন একটি শোতে পারফর্ম করার জন্য। সেখানে শো নিয়ে তিনদিন ব্যস্ত থাকার পর দেশে ফিরেবন। দেশে ফিরেই আবারো তিনি স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানালেন। তবে বছরের শেষপ্রান্তে এসে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘শেষ ঠিকানা’ নামের একটি সিনেমাতে প্লে-ব্যাক করেছেন বেলী আফরোজ। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন এমএ রহমান। তবে বেলী আফরোজ সাধারণত যে ধরনের ফোক গান করে অভ্যস্ত তার বাইরে এখন বাংলাদেশে ফোকের যে ধারা চলছে সেই ধারারই একটি ফোক গান করেছেন। তার নতুন এই ফোক গানের শিরোনাম ‘আমায় কান্দাইলি’। গানটি লিখেছেন ইফতেখার লেলিন ও সুর করেছেন এ আর রাব্বি। নিজের ব্যস্ততা এবং নতুন নতুন গান প্রসঙ্গে বেলী আফরোজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সবমিলিয়ে ২০২৪টা ভালোভাবেই কেটে গেলো। কিছুদিন আগেও আমি দেশের বাইরে স্টেজ শো করে এসেছি। আবার নতুন বছরের শুরুতেও ইনশাআল্লাহ স্টেজ শোর জন্য লন্ডনে যাচ্ছি। স্টেজ শো নিয়ে এই ব্যস্ততা, এটাইতো আসলে ভালোলাগার। একজন শিল্পী তার নিজেকে দুটি জায়গায় বিশেষভাবে খুঁজে পায়। এটা হলো স্টেজ শো আরেকটি হলো ভক্ত দর্শক। ভক্ত দর্শক যখন বলেন, আপনার গান আমার ভীষণ ভালোলাগে তখন মনটা ভরে যায়। আবার স্টেজ শোতে যখন সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাই তখন যেন আরো বেশি ভালোলাগে। দর্শকের কথা বিবেচনা করেই আমি নতুন আরো একটি ফোক গান প্রকাশ করতে যাচ্ছি। আমায় কান্দাইলি শিরোনামের এই গানটি আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর বছরের শেষপ্রান্তে শেষ ঠিকানা সিনেমায় গান করেছি। চমৎকার গীতি কবিতায় সুন্দর সুরের একটি গান। এই গান নিয়েও আশাবাদী আমি। কারণ এটি একটি আইটেম সং।’ ইমন সাহার সুরে প্রথম ‘রাঙ্গা মন’ সিনেমায় বেলী প্রথম প্লে-ব্যাক করেন। এরপর থেকে আজ অবধি আশিটিরও বেশি সিনেমায় প্লে-ব্যাক করেছেন। তবে বেলীর আক্ষেপ যে তাকে দিয়ে সিনেমায় শুধু আইটেম গানই গাওয়ানো হয়, তিনি আইটেম গানের বাইরেও রোমান্টিক গানেও নিজেকে প্রমাণ করতে পারবেন।