২০২৪-এর শেষপ্রান্তে এসে মুক্তি পেলো আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমাতে সালেহা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নন্দিত মডেল, অভিনেত্রী ফারিহা শামস সেওতি। এরই মধ্যে সিনেমাটির প্রিমিয়ারও অনুষ্ঠিত হলো। আর ঢাকার সিনেপ্লেক্সসহ ঢাকার বাইরেও বেশ কয়েকটি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধের পটভূমিত প্রান্তিক দুই পরিবারের গল্প উঠে এসেছে এই সিনেমাতে। অনেক দর্শকের ভাষ্যমতে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘নকশী কাঁথার জমিন’ একটি অসাধারণ সিনেমা। প্রিমিয়ার শোতে সবাই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। প্রিমিয়ার শোতে সেওতির সঙ্গে তার বাবা মা’ও গিয়েছিলেন। সেওতির বাবা সিনেমাটি দেখে মুক্তিযুদ্ধের সময়টার কথা গভীরভাবে উপলদ্ধি করতে পেরেছেন।
তার মাও সিনেমায় তার অভিনয় দেখে ভীষণ খুশী। তিনি মেয়ের অভিনয় এবং পুরো সিনেমা দেখে এতোটাই আবেগপ্রবন হয়ে উঠেছিলেন যে সেওতির মা তার ফেসবুকে ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাসও লিখেন। কেমন সাড়া পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সেওতি বলেন, সত্যি বলতে কী প্রিমিয়ারে যারা এসেছিলেন তারা সিনেমাটির ভূঁয়সী প্রশংসা করেছেন।