ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অভিনয়ে ফিরছেন রিচি

অভিনয়ে ফিরছেন রিচি

গেলো বছরের শেষপ্রান্তে এসে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন অপূর্ব।

বছরের শেষপ্রান্তে রিচি তার বিউটি লাউঞ্জ নিয়ে ব্যস্ত থাকলেও বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। বছরের প্রথম দুটি দিন নিজের মতো করে কাটিয়ে আগামী ৩ জানুয়ারি থেকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালিনায় ‘পরস্পর’ নাটকের মধ্যদিয়ে একটা বিরতির পর আবারো অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত