ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কাল বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’

কাল বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’

নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে কাল সারাদেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর অভিজাত একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্রাঙ্গনের অন্যান্য অতিথিরা। ‘মধ্যবিত্ত’ সিনেমার প্রকাশিত ট্রেইলার এবং পোস্টার এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে এমন চিত্রই দেখা যায়। টিজারে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের পরিচিত সমস্যাগুলো, যা দেখে মনে হবে যেন গল্পটি আমাদের নিজেদের জীবন থেকেই নেয়া। পরিচালক তানভীর হাসান বলেন, ‘মধ্যবিত্ত শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। প্রতিটি পরিবারের সদস্য মধ্যবিত্ত। সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত