ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এ বছর বিয়েটা করে ফেলা উচিত : সাফা কবির

এ বছর বিয়েটা করে ফেলা উচিত : সাফা কবির

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। তবে মাঝে মাঝে তা মাত্রা ছাড়ায়। বিষয়টি সাফা কবিরের সঙ্গেও হয়েছে। এর আগে বিয়ে সংক্রান্ত ইস্যুতে আলোচনায় এসেছিলেন সাফা। তারই পরিপ্রেক্ষিতে বলেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’ আরো বলেন, ‘নতুন বছরে আরো গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই।

আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানিং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনব।’ এরপর সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড় পর্দায় আসব।’

সাফা কবিরের কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না বলে জানান তিনি। এর জন্য নতুন বছরে নিজের গল্পে ফোকাস দিতে চান। তার ভাষ্যে, আমার কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না। এ জন্য এ বছর চিন্তা আছে নিজের গল্পে ফোকাস দেয়ার। আমি আগেও আমার নিজের গল্পে কাজ করেছি।

আমার কাছে কিছু ভালো গল্প আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এর বাইরে যদি অন্য কারো ভালো গল্প পাই তাহলে সেটাও করব। তিনি আরো বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হব। ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত