নাট্য আন্দোলন তথা সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা এক নির্ভীক সংগঠকের নাম নূর হোসেন রানা। একাধারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং নির্দেশক তিনি। ‘নাটক হোক প্রেম, দ্রোহ, বিশ্ব-মানবতার স্বপক্ষে’ এমন স্লোগান নিয়ে নিজের প্রচেষ্টায় তিন যুগ আগে গড়ে তোলেন নাট্যদল ‘জেনেসিস থিয়েটার’। সাহসিকতা ও কাজ শেষ করার অদম্য মানসিকতায় নির্মাণের ক্লান্তিহীন পথে নিরন্তর ছুটে চলেন এই নিরলস পথিক। সংস্কৃতি চর্চার আঙিনায় শৈশবের সোনারোদ গায়ে জড়িয়ে যে ক’জন সংগঠক নাট্য আন্দোলনে, স্লোগানে গলা মিলিয়ে বেড়ে উঠেছেন, তিনি তাদের একজন। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তাতে অভিনয়ও করেছেন। পড়ন্ত বিকেলে, হারান মাঝি ও একজন কুসুমের গল্প তার উল্লেখযোগ্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। মাত্র কয়েকদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে তার নাট্যরূপ ও নির্দেশনায় নির্মিত শিশুতোষ নাটক ‘জীবন বাজি’ প্রচারিত হয়েছে। নাটকটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সবসময় আমার ভাবনায় থাকে। তারই ধারবাহিকতায় শিশুদের নিয়ে ‘জীবন বাজি’ নাটকটি নির্মাণ করি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের ওপর রচিত, দুই বাংলার একমাত্র মঞ্চ নাটক ‘দামাল ছেলে নজরুল’ নাটকটি তার হাত দিয়েই ঢাকার মঞ্চে উঠেছে। যা ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ৩০-এর অধিক মঞ্চস্থ হয়েছে। ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ ও ‘৫২-এর উত্তসূরী’ নামে ছোটদের জন্য দুটি নাটক মঞ্চে আনার জন্য এখন কাজ করছেন। ছোটদের নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ছোটদের নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ওদের মাঝে আমি আমার শৈশবকে খুঁজে পাই।
ওরা যখন মঞ্চে ছুটে বেড়ায়, মনে হয় আমিই যেন ছুটে বেড়াচ্ছি। আজ ৩ জানুয়ারি, এই গুণী নাট্যজনের জন্মদিন। দিনটিকে ঘিরে ছোট্ট পরিসরে দলের সদস্যরা আয়োজন করেছেন আনন্দ-উৎসবের। জীবনের বাকি দিনগুলো কর্মব্যস্ততায় কাটুক- জন্মদিনে দলের সদস্যদের এমনই প্রত্যাশা।