ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমার গান দিয়েই বছর শুরু শ্রাবণী সায়ন্তনীর

সিনেমার গান দিয়েই বছর শুরু শ্রাবণী সায়ন্তনীর

প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনীর নতুন বছরটা সিনেমার গান প্রকাশের মধ্যদিয়েই শুরু হলো। সিনেমার নাম ‘মুনাফিক’। এই সিনেমার ‘আমার পাগলা বন্ধুটা’ শিরোনামের একটি গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন এসকে শানু। তিনি শ্রাবণীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন। ইভান মল্লিক পরিচালিত ‘মুনাফিক’ সিনেমার এই গান দিয়ে নতুন ইংরেজি বছর শুরু হওয়ায় ভীষণ খুশি শ্রাবণী। শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমার পাগলা বন্ধুটা শিরোনামের গান দিয়ে আমার নতুন বছরটা সত্যিই বেশ ভালোভাবে শুরু হলো। সিনেমার গান আসলে একজন শিল্পীর জন্য আশীর্বাদই বলা চলে। কারণ সিনেমার গান শ্রোতা দর্শকের মধ্যে ছড়ায় খুব তাড়াতাড়ি। তো আমার এই নতুন গানটি প্রকাশের পর থেকেই আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি আশা রাখি, যে এই গান আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত