জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা’র গত বছরটা ছিল তার সঙ্গীত জীবনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত বছর। কারণ গত বছর তার কণ্ঠের গান ‘দুষ্টু কোকিল’ দেশ বিদেশে ব্যাপক আলোচনায় আসে। এই গান দিয়েই স্টেজ শোতে নতুনরূপে ফিরেছেন কণা। দেশের যেখানেই স্টেজ শো হচ্ছে সেখানেই শুরুতেই শ্রোতা দর্শকের চাহিদা থাকছে কণাকে ঘিরে। সবাই কণাকেই নেবার চেষ্টা করছেন তাদের স্টেজ শো গুলোতে। গত বছরের শেষপ্রান্তে এসেও কণা দেশজুড়ে স্টেজ শোতে ছিলেন ভীষণ ব্যস্ত। বিশেষত বছরের শেষপ্রান্তে এসে সিলেট ক্যাডেট কলেজের ৯ম রিইউনিয়নে ক্যাডেটদের গানে গানে মুগ্ধ করে তোলেন। গানে গানে তার দুর্দান্ত পারফর্ম্যান্স ক্যাডেটদের মুগ্ধ করে। কণার গান ক্যাডেটরা নেচে গেয়ে উপভোগ করেন। এর পরদিন কণা চলে যান নারায়ণগঞ্জে। সেখানেও স্টেজ শোতে উপস্থিত হাজার হাজার দর্শককে গানে গানে মুগ্ধ করেন কণা। গত বছরের শেষ শোটি ছিল কণার কক্সবাজারে। বছরের শেষ শোটিও ছিল বেশ জমজমাট একটি শো। থার্টি ফার্ষ্ট নাইটে সবাই কণার অনবদ্য গায়কীতে মুগ্ধ হয়। তবে নতুন বছরের প্রথম দিন কণা পরিবারের সঙ্গেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে তিনি পরিবারের সঙ্গেই নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছেন। এদিকে গতকাল কণা বছরের প্রথম শো হিসেবে শরীয়তপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করেন। বছরের প্রথম শোতেই যথারীতি কণা গানে গানে মুগ্ধতা ছড়ান। কণার সময়কালের কিংবা তহার পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে কণার পার্থক্য হলো এখানেই যে কণা তার নিজের মৌলিক গান দিয়েই গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেন। স্টেজ শোতে উঠা মাত্রই গানে গানে এক অন্যরকম মুগ্ধতা ছড়িয়ে দেন কনা। তার কণ্ঠের ‘রেশমী চুড়ি’, ‘ওহে শ্যাম’, ‘দিয়েছি তোকে দিল দিল দিল’, ‘দুষ্টু কোকিলসহ আরো অন্যান্য গানগুলো যখন কণা নেচে গেয়ে পরিবেশন করেন তখন শ্রোতা দর্শকের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গত বছর ও নতুন বছর প্রসঙ্গে কণা বলেন, ‘আলহামদুলিল্লাহ গত বছরটা ভালো মন্দ সবমিলিয়ে বেশ ভালো কেটেছে। যদিও বা দুষ্টু কোকিল গানটি বছরের মাঝামাঝি সময়ে এসে আমার ভক্ত শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছে। এই গান আমার গানের ক্যারিয়ারের জন্য আশীর্বাদও বলা চলে। আমি সবসময়ই মৌলিক গান প্রকাশে ভীষণ চুজি ও মনোযোগী। সিনেমার গানেও আমার ভাগ্যটা বেশ ভালো। যে কারণে স্টেজ শোতে একের পর এক মৌলিক গান গাইবার মতোই গান আছে আমার। শিল্পী হিসেবে এটাই আমার অনেক ভালোলাগার। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের কাছে, কারণ তারা সবসময়ই আমার পাশে ছিলেন, আছেন এবং আমার বিশ্বাস আগামীতেও থাকবেন। আশা করছি ২০২৫ সালটাও ইনশাআল্লাহ ভালো কাটবে। কারণ আরো ভালো ভালো কিছু মৌলিক গান প্রকাশের ইচ্ছে রয়েছে।’ এদিকে সম্প্রতি প্রকাশিত ওয়েব সিরিজ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানিতে কণার গাওয়া ‘প্রেমের দোকানদার’ গানটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে।