জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার ও নির্মাতা নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক নিয়াজ মাহবুব জানান ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগিরই প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প, একেবারেই অন্যরকম একটি গল্প। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তার মধ্য থেকে হঠাৎ করেই এই গল্পটা একেবারেই আলাদা। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া। যার জন্য তার নিজের কোনো দায় নাই। কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের উপর এসে পড়ে। সেই দায় থেকে বের হবার গল্প হচ্ছে টেনশন। আমি খুউব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষাও সঙ্গে আমার বেশকিছু কাজ হয়েছে। প্রতিটি কাজই দর্শক বেশভাবে গ্রহণ করেছে। আর নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী, যে কারণে সবাই তার অভিনয় ভালোবাসে। তো অর্ষার সঙ্গে এই কাজটিও খুউব ভালো হয়েছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা। স্বর্ণলতা খুবই ভালো মেয়ে, খুবই সিনসিয়ার। অলরেডি অভিনয়ে সে ভালো করছে।