রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা দিয়ে জুটি বেঁধেছিলেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। দারুণ সফলতা পায় এই জুটি। সেই ধারাবাহিকতায় রাফী আবারো ‘দামাল’ সিনেমায় একসাথে করেন তাদের। সেবারও সফল হয় এই জুটি। কিন্তু হঠাৎ করেই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন মিম ও রাজ। আবারো তাদের একসঙ্গে কাজ করার খবর ঘুরছে মিডিয়াপাড়ায়। জানা যায়, অনন্য মামুন পরিচালিত ‘দানব’ সিনেমায় জুটি বাধবেন মিমণ্ডরাজ। এরই মধ্যে দেশের প্রথমসারির কয়েকটি গণমাধ্যমও জানিয়েছে, আবারো জুটি বাধছেন মিমণ্ডরাজ! মিম ও রাজ ভক্তরা এই খবর শুনে খুশি হয়েছে নিশ্চয়ই। তবে ভক্তদের খানিকটা নিরাশ করে অভিনেত্রী জানান, এই তথ্য পুরোপুরি সঠিক নয়। রাজের সাথে কাজ করা প্রসঙ্গে মিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। পরিচালক বা প্রযোজকের সাথেও এ বিষয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি আমার। যারা নিউজ করেছে, তারা আমার পারমিশনও নেননি বা আমি কাউকেই এ বিষয়ে কিছু বলিনি।’ কিন্তু রাজের সাথে কাজ করার বিষয়টি কি একেবারেই উড়িয়ে দিচ্ছেন? এই প্রশ্নে মিম বলেন, ‘আমি তো বললাম, আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, এখনো আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’ উল্লেখ্য, এর আগে ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন রাজ ও মিমের জুটি। এরপর ‘দামাল’ সিনেমাতেও দেখা গেছে তাদের। এই দুটি সিনেমা আলোচনায় থাকলেও এরপর এই দুই তারকাকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি।