মারুফ হোসেন সজীব, একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো’কে নিয়ে ‘বিলোপ’ নাটক নিচের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন মারুফ হোসেন সজীব। এরপর তার নির্মিত নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পায় ‘বাবুই পাখির বাসা’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘ভালো মানুষ’, ‘হাসি’, ‘নুসাইবা’, ‘কুমিরের দরজা’, ‘আজকাল তুমি আমি’, ‘আমি এখানেই থাকবো’ ইত্যাদি। ইংরেজি নতুন বছরের জন্য সজীব সময়ের আলোচিত দর্শকপ্রিয় জুটি ইয়াশ-তটিনী’কে নিয়ে নির্মাণ করেছেন ‘কাছাকাছি দুইজন’ শিরোনামের একটি নাটক। এর আগে সজীব ইয়াশ রোহানকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন।
‘কথা বন্ধু’ গেলো বছরের শুরুর দিকে প্রচারিত হয়েছে। আর ‘খুশী’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। ‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্প ও চিত্রনাট্য মারুফ হোসেন সজীবের। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘নির্মাতা মারুফ হোসেন সজীবের চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালোলাগে। নিঃসন্দেহে এটাও সত্যি যে একজন নির্মাতা হিসেবেও তিনি দারুণ। তবে আবারো বলতে হয় আমি তার লেখা খুউব পছন্দ করি, তার স্ক্রিপ্ট আমার ভীষণ পছন্দ। যে কারণে সজীব ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয় অনেক স্ক্রিপ্ট নিয়ে গল্প নিয়ে। ক্রিয়েটিভিটির জায়গা থেকেই আমরা গল্প নিয়ে নানান ধরনের আলোচনা করে থাকি। কাছাকাছি দুইজন নাটকের গল্পটাও খুউব সুন্দর। আমার ভীষণ ভালোলেগেছে। আর তটিনী আমার খুউব ভালো একজন বন্ধু, তার অভিনয়ও আমার ভীষণ ভালোলাগে। আর আমি অভিনয় নিয়ে বিচার করার মতো কেউই হইনি; কিন্তু একটা কথা বলবো, তটিনীর যে বিষয়টা আমার কাছে ভালোলাগে, সেটা হলো তটিনী যখন ক্যামেরার সামনে থাকে, তখন সেই দৃশ্যটা সিরিয়াস হোক কিংবা ফানি কোনো দৃশ্য হোক, সে শতভাগ মনোযোগ দিয়েই তা করার চেষ্টা করে।’ তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তারসঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালোলাগবে।’ মারুফ হোসেন সজীব জানান, শিগগিরই ‘কাছাকাছি দুইজন’ প্রচারে আসবে।