প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। সিনেমাটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। এটি তার প্রথম সিনেমা। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে সিনেমার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে জীবন লিখেন, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা ‘চক্কর ৩০২’। দেখা হচ্ছে খুব শিগগিরই। এতে মোশাররফের বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। এ অভিনেতা বলেন, সিনেমার গল্প অত্যন্ত চমৎকার ও ভিন্নধর্মী। আশা করছি দর্শকদের ভালো লাগবে।