ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লাবণ্যর মনোযোগ মৌলিক গানে

লাবণ্যর মনোযোগ মৌলিক গানে

প্রজন্মের শ্রোতাপ্রিয় মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য। একজন গায়িকা হিসেবে শ্রোতা দর্শকের মধ্যে তার বেশ কদর রয়েছে। আধুনিক গান পরিবেশনায় তার মিষ্টি কণ্ঠ দিয়ে আর যথাযথ শব্দ চয়নে তিনি নিজেকে আলাদা করে নিতে পারছেন। লাবণ্যর কণ্ঠে গান যিনি একবার শোনেন তিনি পরবর্তীতেও তার কন্ঠে গান শোনার আগ্রহ প্রকাশ করেন। শিল্পীর গান পরিবেশনার ক্ষেত্রে এখানেই স্বার্থকতা। গান গাইছেন নিয়মিত তিনি, তবে এই বছরে মৌলিক গান প্রকাশে মনোযোগটা বেশি দেবার ইচ্ছে বলে জানালেন। গত বছরের প্রায় শেষের দিকে ইয়াসমিন লাবণ্য ও ইউসুফ আহমেদ’র কণ্ঠে প্রকাশিত হয় ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। এই গানটিতে দু’জনের গায়কী শ্রোতা দর্শকের মন কেড়েছে। গানের কথা ও সুরের সাথে তাদের দু’জনের কণ্ঠ গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে। এই গানটিও লাবণ্যর জীবনের অন্যতম ভালোলাগার একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানটি ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত আছে। এদিকে লাবণ্য এরইমধ্যে ‘মাঝে মাঝে হায় স্বপ্ন দেখায়’ শিরোনামের একটি গানে ভয়েজ দিয়েছেন। এই গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার হবে। গানটি মো. গোলাম মোস্তফা, সুর করেছেন সম খায়রুল ইসলাম। এছাড়াও আগামী ১২ জানুয়ারি হীরেন্দ্রনাথের কথা ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে ‘তুমিতো জীবন আমার’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিবেন। এছাড়াও অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে ইউসুফ আহমেদ খানের সংগীত পরিচালনায় আরো একটি গানে ভয়েজ দেবার কথা রয়েছে লাবণ্য’র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত