চোখের জলে প্রবীর মিত্র
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
শেষবারের মতো একসময়ের আপন আঙিনা এফডিসিতে এলেন প্রবীর মিত্র, তবে নিথর দেহে। গতকাল সোমবার দুপুর ১টায় এই শিল্পীর লাশ যখন এফডিসিতে আনা হয়, তাকে দেখতে ভিড় করেন তার সহশিল্পী, চেনা পরিচালক-প্রযোজকরা। তাদের ফুলেল শ্রদ্ধা আর চোখের জলে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত রোববার রাত ১০টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীর মিত্র; অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। রাতে ফ্রিজিং গাড়িতে করে লাশ রাখা হয়েছিল ধানমন্ডির বাসায়। নানা শারীরিক জটিলতা নিয়ে প্রবীর মিত্র গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের সংক্রমণ ও রক্তক্ষরণের কারণে বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। শেষমেশ তিনি চলে যান না ফেরার দেশে। এফডিসিতে যে মঞ্চে প্রবীর মিত্রের লাশ রাখা হয়েছিল, তার পাশেই একটি গাছের নিচে বাবা সিফাত ইসলামের হাত ধরে দাঁড়িয়ে ছিল মাহিয়ার মোহাম্মদ ঈষান। প্রবীর মিত্রের নাতি সে। কাছে গিয়ে কথা বলতে চাইলে ঈষান জানায়, সে তার দাদাকে অনেক মিস করবে। ‘দাদাকে অনেক মানুষ চিনতেন। কিন্তু এত মানুষ তাকে ভালোবাসেন, এটা এখানে এসে বুঝতে পারছি।’ অভিনয় জগতে এই অভিনেতা প্রবীর মিত্র নামে খ্যাতি কুড়ালেও তার নাম হাসান ইমাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘প্রবীর মিত্র যখন বিয়ে করেন তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তার নামকরণ করা হয় হাসান ইমাম। উনার ছেলের নামও কিন্তু ইসলাম ধর্মমতেই রাখা হয়েছে। উনি মুসলিম, তাই জানাজা এবং ইসলাম ধর্মমতে উনাকে দাফন করা হচ্ছে।’
গত বুধবার প্রয়াত নায়িকা অঞ্জনা রহমান এবং প্রবীর মিত্রের স্মরণে দোয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছিলেন মিশা।
এফডিসিতে প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানানোর কাতারে ছিলেন আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, চয়নিকা চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা বাপ্পি চৌধুরী, ডিএ তায়েব, নায়িকা মুক্তিসহ আরো অনেকে।
ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, ক্যামেরাম্যান এসোসিয়েশন, চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)।