নাটক প্রযোজনায় পড়শী
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
গানের বাইরে এখন অভিনয়েই বেশি সরব জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। দর্শকও মুগ্ধ হচ্ছেন বেশ। সেই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসে তিনটি নাটকে দেখা যাবে তাকে। নাটকগুলোতে তার সঙ্গে জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান। তবে নতুন খবর হলো, শুধু অভিনয়েই নয়, এবার নাম লেখাচ্ছেন প্রযোজনাতেও। আসছে ঈদুল ফিতরের জন্য নাটক প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। এখন চলছে গল্প লেখার কাজ। যেটির পরিচালনা করবেন মহিদুল মহিম। এই বিষয়ে পড়শী বলেন, ‘এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করছি, ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব।’ নাটকগুলোর তত্ত্বাবধানে পড়শীর ভাই সাক্ষর থাকবেন। তিনি বলেন, ‘অনেক সময় পান্ডুলিপি পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তারপরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে। নাটকের জন্য পড়শী আলাদা একটা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছে। দেখা যাক, প্রথম দিকে দর্শকদের কাছে কেমন সাড়া পাই। তার পরেই বাকি সিদ্ধান্ত।’ এর মধ্যে পড়শী মহিদুল মহিমের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং করেছেন। এখানে তার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান।