মেহজাবীন চৌধুরী বাংলাদেশের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। গত বছরের শেষপ্রান্তে তার অভিনীত ‘প্রিয় মালতী’ মুক্তির পর নাম ভূমিকায় তার অভিনয়ের ভূঁয়সী প্রশংসা করেছেন যারাই তার অভিনীত এই সিনেমাটি দেখেছেন। মালতী চরিত্রে তার নিখুঁত অভিনয় দর্শককে ভীষণ মুগ্ধ করেছে। শুধু তাই নয়, অনেক দর্শক এমনো বলেছেন যে ‘মালতী’ চরিত্রে অভিনয়ের মধ্যদিয়েই হয়তো প্রথমবার তার হাতে উঠে আসতে পারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারই প্রথম সিনেমা হলে মুক্তি পেলো মেহজাবীন অভিনীত কোনো সিনেমা। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতীর প্রশংসা এখনো চারিদিকে। তাই বিভিন্ন আয়োজনে, গল্প, আড্ডায় যেন এখনো প্রিয় মালতীকে ঘিরেই আলাপ, মেহজাবীনের দুর্দান্ত অভিনয়েরই প্রশংসা করেন। আবার কখনো কখনো মেহজাবীন নিজেও বিভিন্ন চ্যানেলে নিজের ‘প্রিয় মালতী’ নিয়েও প্রচারণা গিয়েছেন। সেখানে ‘প্রিয় মালতীসহ জীবনের নানান প্রসঙ্গে কথা বলেছেন। ঠিক তেমনি সময়ের অন্যতম সেরা উপস্থাপিকা শান্তা জাহানের উপস্থাপনায় মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যাবে এসএটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া বিশেষ টক শো ‘স্টার টক’। এরই মধ্যে শান্তা জাহানের নিমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ‘প্রিয় মালতীসহ আরো অন্যান্য বিষয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। স্টার টক’র অনুষ্ঠানের শুরুতেই মেহজাবীনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত শান্তা জাহান। স্টার টক’, স্টার টকে মেহজাবীনের আসা এবং মেহজাবীন প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘গত বছরেরর শেষ মুহূর্তটা যেমন খুউব ভালোভাবে কেটেছে। শুরুটাও বেশ ভালোভাবে হলো। কারণ বছরের শুরুতেই এসএটিভির জন্য স্টার টক অনুষ্ঠানের কাজ শুরু করেছি।
এসএটিভির জন্য নির্মিত এই অনুষ্ঠানের শুরুতেই পেয়েছি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রিয় একজন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। এর আগে বিশেষ বিশেষ দিবসের বিশেষ বিশেষ অনুষ্ঠানে মেহজাবীনের সঙ্গে নানান ইস্যু নিয়ে আড্ডা দেবার সুযোগ হয়েছে। তবে এবারের আড্ডাটা একেবারেই ভিন্ন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা প্রিয় মালতী মুক্তি পেলো, দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেহজাবীন। সেই ভালোলাগার অনুভূতি জানাতে এবং আরো নানান প্রসঙ্গে কথা বলতেই মেহজাবীন উপস্থিত হয়েছিলেন স্টার টক-এ। মেহজাবীন ভীষণ নম্র, ভদ্র এবং বিনয়ী একজন শিল্পী। একবার একটি অনুষ্ঠান শুরু হতে এক ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু মেহজাবীন ভীষণ ধৈর্য্য ধরে, শান্ত হয়ে অপেক্ষা করেছিলেন। সেদিন থেকে তার প্রতি ভালোলাগাটা আরো বেড়ে যায় আমার। স্টার টক-এ তার সঙ্গে আবারো আড্ডা দিয়ে নতুন আরেক মেহজাবীনকে আবিষ্কার করেছি, যা দেখতে চোখ রাখতে হবে এসএটিভির পর্দায়।’ উল্লেখ্য, গত বছর মা দিবসে মেহজাবীনের মায়ের হাতে যখন ‘গরবিনী মা সম্মাননা ২০২৪’ উঠে এলো, সেই মুহূর্তটি বর্ণনা করছিলেন শান্তা জাহান। এদিকে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ সিনেমাটি চলতি সপ্তাহেও দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে বলে জানালেন সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীব।