তবুও সন্তুষ্ট এলিনা শাম্মী

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গত শুক্রবার বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেলো নন্দিত অভিনেত্রী এলিনা শাম্মী অভিনীত সিনেমা ‘মধ্যবিত্ত’। এই সিনেমায় গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিন্ন ঘরানার গল্প নিয়ে মোট ১৩টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শক হলে হলে গিয়ে দেখছেন এবং নানান মাধ্যমে শাম্মী তার অভিনয়ের জন্য সাড়া পাচ্ছেন তাতেই তিনি তৃপ্ত, সন্তুষ্ট। শাম্মীর ভাষ্যমতে তিনি বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার অভিনেত্রী হিসেবে তার ‘মধ্যবিত্ত’ এখন পর্যন্ত দর্শক যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের কাছ থেকে যেভাবে তিনি সাড়া পেয়েছেন তাতে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করছেন বারবার। তবে আগামী সপ্তাহে সিনেমাটি কোন কোন হলে প্রদর্শিত হবে তার নিয়ে এখনো কোনো চূড়ান্ত কিছু জানেন না তিনি। তবে ‘মধ্যবিত্ত’ সিনেমার টার্গেট অডিয়েন্স যারা ছিলো তারা সিনেমাটি দেখছেন এবং আগামী সপ্তাহেও সিনেমাটি দেখার জন্য দর্শক আগ্রহ প্রকাশ করছেন এই নিয়ে বেশ উচ্ছ্বসিত শাম্মী। শাম্মী বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই তুলনামূলকভাবে বেশ ভালো যাচ্ছিলো। দর্শক মধ্যবিত্ত দেখতে হলে আসছিলেন, এটা দেখতেই ভালো লাগছিল। কারণ দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো নয়। তারপরও নতুন বছরের প্রথম সিনেমা মুক্তি পাবার পর দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আমি নিজেও সিনেমাটি দেখার জন্য বিশেষত দর্শকের সঙ্গে বসে দেখার জন্য কয়েকবার সিনেমা হলে গিয়েছি। সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকের কাছ থেকে সিনেমাটি প্রসঙ্গে যা শুনেছি তা আমাকে আবেগাপ্লুত করেছে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা হলে এসে সিনেমাটি উপভোগ করেছেন অনেককেই দেখেছি পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন। এটাও আরো ভালোলাগার বিষয়। সত্যি বলতে কী একজন প্রযোজক পরিচালক সিনেমায় টাকা বিনিয়োগ করেন দর্শককে হলে আনার জন্য। অবশ্যই ব্যবসায়িক দিকতো বিবেচনায় থাকেই।

কিন্তু তারপরও যখন দর্শক হলে আসে সিনেমাটি দেখার জন্য তখন প্রযোজক পরিচালকের চোখে মুখে আনন্দ ফুটে উঠে। এই আনন্দটা নিয়েই তারা আবারো নতুন সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পান। তো আমরা চাই ভালো প্রযোজক আসুক, আমাদের সিনেমায় তারা বিনিয়োগ করুক, তাদের যেন অর্থের ক্ষতি না হয় সেদিকটাও ভাবতে হবে একজন পরিচালককে। মন দিয়ে যত্ন করে সিনেমাটি নির্মাণ করতে হবে। কারণ ভালো সিনেমা দর্শক সবসময়ই দেখতে চান। মধ্যবিত্ত’ যারা উপভোগ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সেই সাথে আবারো নিমন্ত্রণ জানাচ্ছি হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য।’ শাম্মী এরই মধ্যে শেষ করেছেন ‘জলরং’, ‘অপুর বসন্ত’, ‘চৈত্র দুপুর’, ‘লীলা মন্থন’ সিনেমার কাজ। শাম্মী অভিনীত প্রথম সিনেমা ছিল শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’।