শাপলা হয়ে এলেন শাহনাজ সুমী
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
চলতি প্রজন্মের অভিনেত্রী শাহনাজ সুমী। এরই মধ্যে নিজের কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। এবার বছরের শুরুতেই ডার্ক লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছেন তিনি। গতকাল ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। এতে আরো রয়েছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গত বছরের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পরই শোরগোল পড়ে যায় সিনেমাপ্রেমীদের মাঝে। শাহনাজ সুমী এখানে অভিনয় করেছেন শাপলা চরিত্রে। এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, জীবনের সুখ আর অসুখের গল্প নিয়েই আসলে ‘অন্ধকারের গান’। এখানে শাপলা চরিত্রে অন্য এক শাহনাজ সুমীকে আবিষ্কার করবেন দর্শক। ‘অন্ধকারের গান’ এর গল্পে দেখা যাবে, মুকুলের পরিবার গ্রামে থাকে। আর সে শহরে কাজ করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু হঠাৎ করে টাকা পাঠানো কমে যায় তার। অন্যদিকে শহরে এসে প্রেমে পড়ে সে। জীবনের নানা টানাপড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায় মুকুল। একটি অপরাধ থেকে মুকুল এক সময় নানা অপরাধে জড়াতে থাকে। এভাবেই এগিয়ে গেছে সিনেমার গল্প। এ সিনেমায় আরো অভিনয় করেছেন- আবুল হায়াৎ, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।