ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মঞ্চে ফিরছেন মেহজাবীন মেহা

মঞ্চে ফিরছেন মেহজাবীন মেহা

আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ-বিদেশের সব খ্যাতি সম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন এই তরুণী কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ২০২৪ সালটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। গত নভেম্বরে কন্যা সন্তান হয়। যে কারণে পুরো বছর জুড়ে গানের জগৎ থেকে দূরে থাকা হয়েছে। গত বছর ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি। এখন দীর্ঘ এক বছর পর আবার গানের জগতে ফিরে এসেছি। নিয়মিত গানের চর্চা করে যাচ্ছি। আর শরীর ফিট রাখার জন্য সাস্থ্যকর খাবার খেয়ে যাচ্ছি। আমি ডায়েটে বিশ্বাসী না। তবে সাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। এরই মধ্যে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে গানের শো শুরু করেছি। মেহা বলেন, এ বছর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। গানের পাশাপাশি উপস্থাপনাও করছি। আমেরিকার একটি বেসরকারি বাংলা চ্যানেল টাইম টেলিভিশনে। এখন আবার সেটা শুরু করব খুব শিগগিরই। আর পাশাপাশি ভালো অফার পেলে মডেলিংটাও চালিয়ে যাব। সব কিছুর জন্যই পুরোদমে প্রস্ততি চলছে। সবার কাছে দোয়া চাই যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত