ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শিগগিরই মুক্তি পাচ্ছে বিপাশা কবিরের তিন সিনেমা

শিগগিরই মুক্তি পাচ্ছে বিপাশা কবিরের তিন সিনেমা

একজন লাক্স তারকাভিনেতত্রী হিসেবে মিডিয়াতে অভিনেত্রী বিপাশা কবিরের যাত্রা শুরু হয়েছিল। দেশের প্রতিথযশা গুণী অভিনেত্রী ও নাট্যনির্দেশক রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় প্রথম নাটকে অভিনয় করেন বিপাশা। এরপর হিমু আকরামের ‘জলছাপ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘আরো যাবো না এভারেস্ট’, ‘আলভী আহমেদ’র ‘সমীকরণ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। সিনেমাতেক তিনি প্রথম অভিনয় করেন শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’-এ। একজন নায়িকা হিসেবে এরপর তিনি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন।

নায়িকা হিসেবে তার অভিনীত আলোচিত সিনেমা হচ্ছে- ‘গুণ্ডামি’ ‘পোড়ামন’ ‘ক্রাইম রোড’ ‘জিরো থেকে টপ হিরো’ ‘থেকে টপ হিরো’ ‘ছেলে দ্য লোফার’ ‘পাষাণ’ ‘খাস জমিন’ ‘পরাণে পরাণ বান্ধিয়া’ ‘আড়াল’ ইত্যাদি। বিভিন্ন সিনেমাতে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ (২০১৫ ও ২০১৬’তে), ‘সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। এদিকে বিপাশা কবির অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত