পারফেক্ট ইলেকট্রনিক্স ঘুরে গেলেন মডেল নাজমি জান্নাত

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

পারফেক্ট ইলেকট্রনিক্স এর হেড অফিসে গত রোববার এক বিশেষ অতিথির আগমন ঘটে। বাংলাদেশের জনপ্রিয় মডেল নাজমি জান্নাত পারফেক্ট ইলেকট্রনিক্স-এর হেড অফিস ঘুরে দেখেন। বিশিষ্ট মডেলকে অফিস প্রাঙ্গণে স্বাগত জানান পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এবং সিইও, গোলাম শাহরিয়ার কবীর। তিনি নাজমি জান্নাতকে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। নাজমি জান্নাত পারফেক্ট ইলেকট্রনিক্স-এর পণ্যগুলো এবং টেকনোলজিক্যাল দক্ষতা দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ‘পারফেক্ট ইলেকট্রনিক্স এর উদ্ভাবনী পণ্য এবং সেবার মান সত্যিই অনন্য। এটি দেশীয় প্রযুক্তি খাতকে আরো উচ্চতায় নিয়ে যাবে।’ পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সিইও গোলাম শাহরিয়ার কবীর বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনে প্রযুক্তিগত সমাধান এনে দেয়া। নাজমি জান্নাতের মতো দেশের তারকারা আমাদের পাশে থাকলে আমরা আরো অনুপ্রাণিত হবো।’