জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আকাশ সেন কণার সহশিল্পীও বটে। ‘বঙ্গতে গত বছরের একেবারেই শেষপ্রান্তে প্রকাশিত কণার কণ্ঠের এই গানটি পর্দায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। কারণ গানটি রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গান। গানটি প্রকাশের পরপরই শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এরই মধ্যে গানটি ইউটিউবে ৪০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। কণা এই গানটি নিয়ে আরো আশাবাদী। কণা বিশ্বাস করেন এই গানে শ্রোতা দর্শক আরো বুঁদ হবেন। তিন মিনিট চুয়াল্লিশ সেকেণ্ডের এই গানটির শ্রোতাপ্রিয়তা প্রসঙ্গে কণা বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি কিন্তু তাদের কারণেই আজকের কণা হতে পেরেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি আমি।’